ই-পেপার সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩২

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯
চোখে ও মাথায় লালা কাপড় বেঁধে ঢাকার দিকে রওনা হন কুয়েট শিক্ষার্থীরা। ছবি-সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এছাড়া তারা মৌখিকভাবে কুয়েটের সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় তারা রাজধানীর ‘যমুনায়’ গিয়ে প্রধান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা জানান, দুটি বাসে করে তারা দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। সেখান থেকে শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার দপ্তরে যান। শিক্ষার্থীরা তার কাছে উপাচার্য, উপ-উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগ দেওয়াসহ ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। এছাড়া মৌখিকভাবে কুয়েটের সংঘর্ষ পরবর্তী সার্বিক অবস্থা তাকে অবহিত করেন।

তারা জানান, প্রধান উপদেষ্টা বিষয়টি দেখবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন। এখন শিক্ষার্থীরা অপেক্ষা করবেন। আপাতত তাদের আর কোনো কর্মসূচি নেই। তাদের বিশ্বাস, সরকার নিশ্চয়ই সংকটের সমাধান করবে।

এর আগে সকাল ৮টায় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জন দুটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল।

যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। এজন্য তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে নিরাপদ জায়গায় চলে যাবেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা। অনলাইনে কার্যক্রম চলবে।

এক প্রশ্নের উত্তরে তারা বলেন, উপাচার্যসহ কয়েকজন শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য। হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত, কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম, পরিচয়, ছবি বিস্তারিত দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছিলেন। এরপর থেকে ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

আমার বার্তা/এমই

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি

সারাদেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা।  রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয়

ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকে ৫ ভাষায়

পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের

জাতীয়করণের দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি ঘোষণা

উচ্চশিক্ষায় বাজেট বরাদ্দ ৪ শতাংশ করার দাবি ইউজিসির

আগামী অর্থবছরে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে ৪ শতাংশ উচ্চশিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসিসি পরিবহন ও চালক নির্বাচনে আওয়ামী নেতারাই নির্বাচিত

জনগণের রায়ে গঠিত সংসদই সংস্কারকে বাস্তবে রূপ দিতে সক্ষম

২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

সম্মেলনের আগেই কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচিত

টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্স কাঠামো সংস্কারে কর্মশালা

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা

বিএনপির বর্ধিত সভায় আসছে তারেক রহমানের নানামুখী নির্দেশনা

ফেব্রুয়ারির ২২ দিনে এলো ২৩ হাজার ৭৩৮ কো‌টি টাকার রেমিট্যান্স

দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা

ক্যাপিটাল ক্লাবের নির্বাচন : ফের সভাপতি আবুল হোসেন

যেসব মাছ খেলে ওজন কমবে

পীরগঞ্জে পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা

বাসে লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ

সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও সাবেক এমপি শাহে আলমের নামে ২ মামলা

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার

রাস্তার কাজ কাজ শেষ না হওয়ায়;দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

সংবাদপত্র রক্ষায় শুল্ক ও করনীতি সংস্কারের দাবি নোয়াবের

ট্রাম্পের ইঙ্গিত করা সংস্থার সঙ্গে আমার সম্পর্ক নেই: আইনুল ইসলাম

কেশবপুরে ইয়াবা’সহ গ্রেফতার ১