যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৫৫) কে ১৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কেশবপুর থানা পুলিশ কেশবপুর উপজেলার বেগমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে । সে বেগমপুর গ্রামের মৃত ইসান গাজীর ছেলে।
কেশবপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর দিকনির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেগমপুর গ্রামের তাপসের মোড় থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন কে ১৫ পিছ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ৯ । এলাকার লোকজনের মারফতে জানাযায় সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে।
ইতিপূর্বে তার বিরুদ্ধে ২টি মানব পাচার ও ৩টি মাদক মামলা রয়েছে। ২৩ফেব্রুয়ারি (রবিবার ) মাদক ব্যাবসায়ি সাজ্জাদ হোসেন কে যশোর জেল হাযতে পাঠিয়েছেন।