ই-পেপার বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৫, ১৪:৫৭
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক হবে। এ লক্ষ্যে আগামীকাল ভোরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদের বৈঠক হবে।

মঙ্গলবার (০৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। উনি ৩ দিন আগে গেছেন। আজকেই কমার্স টিম যাচ্ছে। ৮ তারিখে মিটিং। ওদের ৮ তারিখ মানে কালকে খুব ভোরবেলা। মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো। কারণ, যেটা দিয়েছে, সেটা ঠিক অফিসিয়াল…। ইউএসটিআর’র সঙ্গে যখন আলাপ করবেন উনি (বাণিজ্য উপদেষ্টা) ম্যান্ডেটরি। এর আগের দিন কথা বলেছেন। কালকের পর আপনারা বুঝতে পারবেন।

মিটিংয়ে কি কোনো উন্নতি হওয়ার আশা করা যায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, আমরা আশা করি। যাই হোক, সেটার পরিপ্রেক্ষিতে অন্যান্য পদক্ষেপগুলো নেবো। এখন বৈঠকটা মোটামুটি পজিটিভ। ৬ তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি পজিটিভ।

চিঠি তো ইতোমধ্যে ইস্যু হয়ে গেছে, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট দিয়েছে। এটা ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশনে ঠিক হবে। চিঠি তো বহু আগে দিয়ে দিতো, ৩৫ শতাংশ। এইটা আবার ১৪টা দেশের জন্য বলছে একই। কিন্তু ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর’র সঙ্গে কথা বলা। এটা ফাইনাল না।

ভিয়েতনাম চেষ্টা করে ২৬ শতাংশ কমিয়েছে, বাংলাদেশের কেন মাত্র ২ শতাংশ কমানো হলো। তার মানে কি নেগোসিয়েশন ভালো হয়নি? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, না, না নেগোসিয়েশন….। এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র পাঁচ বিলিয়ন ডলার। ভিয়েতনামের ১২৫ বিলিয়ন ডলার। ওখানে কিন্তু ওরা কনসেশন দিতে পারে, মানে রাজি হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে, আমাদের এত কম ডেফিসিট, এতো শুল্ক দেওয়ার তো জাস্টিফিকেশন থাকে না।

তিনি বলেন, ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করেছে। চায়নার জন্য আলাদা। একেবারে চায়নার একটা সিঙ্গেল হ্যান্ডেলে ডিল করে ওরা। আর বাকিরা… এটা যেটা করেছে ১৪টা দেশের একই বলেছে। এখন আমরা নেগোশিয়েট করবো।

চিঠিতে যে সমস্ত কন্ডিশন দেওয়া হয়েছে এগুলো কি ফুলফিল করা সম্ভব? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন তো আমি কিছু বলতে পারবো না।

রাজস্ব আয় নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এইবার কালেকশন যা হয়েছে মোটামুটি, একেবারে বিরাট গ্যাপ না। আর আগামী বছর চেষ্টা করছি শুধু ট্যাক্স, ভ্যাট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে। লিকেজ হবে না, ব্যবসায়ীদের সঙ্গে আতাঁত করে কিছু করতে পারবে না। আমাদের ট্যাক্স ক্যাপাসিটি ভালো, কিন্তু আমরা সেটা ইউটিলাইজ করতে পারিনি। সে কারণে রেভিনিউ কিছুটা শর্ট।

আমার বার্তা/এমই

মুদ্রাবাজারে রেকর্ড গড়ার পরদিনই বিটকয়েনের বড় দরপতন

ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রাবাজারের শীর্ষ কারেন্সি বিটকয়েনের বড় দরপতন দেখা গেল। রেকর্ড গড়ার পরদিনই প্রায়

আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে এনবিআর

চলতি ২০২৩-২৪ করবর্ষে সারা দেশের মোট ১৫ হাজার ৪৯৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে

ডলার কিনে মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনছে কেন্দ্রীয় ব্যাংক

মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বাজারে সরবরাহ বেড়ে

নীতি সুদহার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা জারি

বাজারে তারল্যপ্রবাহ নিশ্চিত করা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহারের নিম্নসীমা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআইইউতে রক্তাক্ত জুলাই স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মুদ্রাবাজারে রেকর্ড গড়ার পরদিনই বিটকয়েনের বড় দরপতন

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরাইলে ছাত্রদলের মশাল মিছিল

রংপুরে শহীদ আবু সাঈদ স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল

চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

অলিম্পিকের ৩৪তম আসরের সময়সূচি প্রকাশ

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান: সালমান আলি

আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে এনবিআর

ইসির ওয়েবসাইটে আর নেই ‘নৌকা’ প্রতীক

সূত্রাপুরে বোনের পর না ফেরার দেশে চলে গেল দুই ভাই

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা

গবেষণা ও উন্নয়ন প্রকল্পে সিঙ্গার-বুয়েটের সমঝোতা স্মারক সই

মিটফোর্ডের পুনরাবৃত্তি ঠেকালো সেনাবাহিনী, বাঁচলো প্রাণ

দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

আবু সাঈদ হত্যা, গণ-অভ্যুত্থানের দিকে ধাবিত হয় আন্দোলন

নাগরিকদের জন্য সস্তায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে: ফয়েজ

ডলার কিনে মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনছে কেন্দ্রীয় ব্যাংক