ই-পেপার মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঢালাও দরপতনে শেয়ার বাজার

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৫, ১১:৫০
আপডেট  : ২২ এপ্রিল ২০২৫, ১২:১৪

দেশের শেয়ার বাজারে ঢালাও দরপতন টানা ষষ্ঠ দিনে গড়াল। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্টের বেশি। এ নিয়ে গত ছয় কার্যদিবসে সূচক কমেছে ১৫৮ পয়েন্ট।

অব্যাহত এ দরপতনে হতাশ বিনিয়োগকারীরা। ক্রমাগত লোকসানে তাদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। এদিকে দিনদিন লেনদেন কমছে। এ অবস্থায় অনেক ব্রোকারেজ হাউজের শাখা অফিস বন্ধ হচ্ছে। জনবল ছাঁটাই করা হচ্ছে।

বাজার সংশ্লিষ্ট-ব্যক্তিরা বলেছেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করলে বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছিল। কিন্তু তাদের সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কারণ, তাদের বিনিয়োগ সুরক্ষা পাচ্ছে না। প্রতিদিন ঢালাও দরপতন হচ্ছে।

তারা বলেছেন, পুঁজিবাজার সংস্কারে টাস্কফোর্সের সুপারিশ দিতে যদি সাত মাস লাগে। তাও এখন পর্যন্ত মাত্র কয়েকটি বিষয়ে তারা সুপারিশ করেছে। তাহলে পুঁজিবাজার সংস্কারে কতদিন লাগবে? লেনদেন পর্যালোচনায় দেখা যায়, গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু এক ঘণ্টা পরই দাম কমতে থাকে। দিনশেষে ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির।

আর দর অপরিবর্তিত রয়েছে ৬০টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। এ নিয়ে টানা গত ছয় কার্যদিবস সূচক কমেছে। এর মধ্যে গত ২০ এপ্রিল ২২.৯৫ পয়েন্ট, ১৭ এপ্রিল ৮ পয়েন্ট, ১৬ এপ্রিল ২৬ পয়েন্ট, ১৫ এপ্রিল ৩৭ পয়েন্ট, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের বন্ধ ছিল। এর আগের দিন ১৩ এপ্রিল সূচক কমে ৩৫ পয়েন্টের বেশি।

এদিকে গতকাল সূচক কমলেও এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৪ লাখ টাকা।

আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫১ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৬ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো; বিচ হ্যাচারি, বাংলাদেশ শিপিং করপোরেশন, মিডল্যান্ড ব্যাংক, শাহিনপুকুর সিরামিক, উত্তরা ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্ট, ফাইন ফুডস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ১৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১১৫টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৩৫ লাখ টাকা।

টানা এ দরপতন নিয়ে হতাশার কথা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান। গতকাল তিনি বলেন, বিনিয়োগকারীরা বাজারে আস্থা রাখতে পারছে না। টানা দরপতনের পাশাপাশি দিনদিন লেনদেন তলানিতে এসে ঠেকেছে।

তিনি বলেন, দুইটা স্টক এক্সচেঞ্জ ও ব্রোকাররা লোকসানে চলে গেছে। এ অবস্থায় অনেক ব্রোকার হাউজের শাখা অফিস বন্ধ হচ্ছে। জনবল ছাঁটাই করা হচ্ছে। ডিএসইর এই পরিচালক বলেন, ৮০০ থেকে ১ হাজার কোটি টাকা লেনদেন হলে ব্রোকার হাউজগুলো কোনোভাবে টিকে থাকতে পারে। সেখানে লেনদেন হচ্ছে ৩০০ কোটির ঘরে। তাহলে কীভাবে আমরা টিকে থাকব।

তিনি বলেন, গত আট মাসে সরকারি ভালো কয়েকটি কোম্পানি পুঁজিবাজারে আনা যেত। এছাড়া, বহুজাতিক কোম্পানিতে সরকারের যে শেয়ার আছে, তার একটা অংশও বাজারে ছাড়া যেত। এতে কিছুটা হলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরত।

পুঁজিবাজারে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ডিবিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীরা কোনো আশা দেখছেন না। তিনি বলেন, আমাদের বাজারের একটি বড় সমস্যা সুশাসনের অভাব। এ কারণে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নেই। যে বাজারে পুঁজির নিরাপত্তা নেই, সেখানে বিনিয়োগকারীদের আস্থা থাকবে না, এটাই স্বাভাবিক।

আমার বার্তা/এল/এমই

সারাদেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের

সোনরা দাম বেড়ে যাওয়ায় ক্রেতা শূন্য স্বর্ণের বাজার

সোনরা দাম বেড়ে যাওয়ায় জুয়েলারি ব্যবসায় কমেছে ক্রেতা। এতে চরম বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। একদিকে,

বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন চালু করবে পুলিশ

বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে পুলিশের নির্ধারিত জরুরি যোগাযোগ লাইনে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ উদ্যোগের

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ, দাম পুনর্নির্ধারণের দাবি ব্যবসায়ীদের

শিল্প খাতে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতা ও শিল্প উদ্যোক্তারা। তাঁরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার ফাউন্ডেশনের চেয়ারপার্সনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি

পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে

দুবাইয়ে দুই বাংলাদেশি ‘বিগ টিকিট’ লটারি জিতলেন

‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: আলী রীয়াজ

সুফিউর রহমানের নিয়োগ বাতিলের দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ফোরামের

সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে: রিজওয়ানা

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

সারাদেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন

সোনরা দাম বেড়ে যাওয়ায় ক্রেতা শূন্য স্বর্ণের বাজার

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাষ্ট্রের বিষয়ে আলোচনা তাড়াহুড়ো করে শেষ করতে চায় না বিএনপি

প্রকৌশল পেশায় প্রহসনের ছক: বঞ্চনার বৃত্তে বন্দি প্রকৃত ইঞ্জিনিয়ার

ফ্রান্সিসের মৃত্যুর পর পোপ নির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

মোদি একজন মহান নেতা: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

পারভেজ হত্যার ঘটনায় সেই ২ ছাত্রীকে সাময়িক বহিষ্কার

সাইবার স্ক্যাম বা কেলেংকারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা