ই-পেপার মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান হলেন কার্ডিনাল কেভিন

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৫, ১২:৫৮

সোমবার (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানসহ সারাবিশ্বেই শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, ২১ এপ্রিল ইস্টার সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি।

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান এই ধর্মগুরুর মৃত্যুর খবর সোমবার বিশ্ববাসীকে সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন কেভিন ফ্যারেল। তিনি একজন কার্ডিনাল, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের।

সাধারণত পোপের খুবই ঘনিষ্ঠ মহলের সদস্য হন কার্ডিনালরা। পৃথিবীজুড়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের চার্চগুলো পরিচালনার ক্ষেত্রে কার্ডিনালরা পোপকে সহায়তা করেন। আইরিশ-আমেরিকান কার্ডিনাল কেভিন ফ্যারেল গতকাল ঘোষণা করেন, পোপ তার প্রভুর ঘরে ফিরে গেছেন।

এই ঘোষণার পর তিনি ‌‌‘ক্যামেরলেনগো’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই এখন থেকে ভ্যাটিকানের অন্তর্বর্তীকালীন প্রধান। এই দায়িত্বের জন্য ২০১৯ সালেই তাকে মনোনীত করেছিলেন পোপ ফ্রান্সিস।

পোপের মৃত্যু হলে অথবা কোনো পোপ পদত্যাগ করলে পরবর্তী উত্তরসূরি নির্বাচনের আগ পর্যন্ত যে সময় সেটা ‘অ্যাপোস্টোলিকা সেডেস ভ্যাকান্স’ নামে পরিচিত। এখন থেকে কার্ডিনাল কেভিন ফ্যারেল ওই শূন্য সময়টুকুর দায়িত্বে থাকবেন।

ধর্মযাজক থেকে ভ্যাটিকানের প্রধান

শুধু প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে না, পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানানোর শত শত বছরের প্রথাগত আনুষ্ঠানিকতার নেতৃত্বেও থাকবেন কেভিন ফ্যারেল। ১৯৪৭ সালে ডাবলিনে জন্ম নেওয়া কেভিন ফ্যারেল পড়াশোনা করেছেন স্পেনের ইউনিভার্সিটি অব সালামাঙ্কা ও রোমের পন্টিফিক্যাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটিতে।

তিনি কর্মজীবনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কাজ করেছেন। মেক্সিকোর ইউনিভার্সিটি অব মন্টেরেতে চ্যাপলেইন বা ধর্মগুরু হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বেথেসডার একটি প্যারিশেও (গির্জা ও যাজক সংক্রান্ত দেশের বিভাগ বিশেষ) তিনি কাজ করেছেন।

৭৭ বছর বয়সী কার্ডিনাল ফ্যারেল তার জীবনের ৩০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গির্জায় কাজ করে। ২০০৭ সালে তিনি ডালাসের বিশপ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এরপর ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ভ্যাটিকানের প্যাস্টোরালেয়ার বিষয়ক নতুন একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দেন এবং পাশাপাশি তিনি তাকে কার্ডিনালের মর্যাদায়ও উন্নীত করেন।

‘ক্যামেরলেনগো’ হিসাবে নির্বাচিত করার কয়েক বছর পর ২০২৩ সালে কেভিন ফ্যারেলকে ভ্যাটিকান সিটি স্টেটের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এবং কমিশন ফর কনফিডেনশিয়াল ম্যাটারসের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

এখন তার দায়িত্ব কী?

এখন ক্যামেরলেনগো হিসেবে তার মূল দায়িত্ব— পরবর্তী পোপ নির্বাচনের জন্য সব আয়োজন সম্পন্ন করা। তবে এই পদ থেকেও পোপ নির্বাচিত হওয়ার সুযোগ আছে, যদিও তা বিরল। এর আগে ইতিহাসে মাত্র দুজন ক্যামেরলেনগো পোপ হয়েছেন। তাদের একজন হলেন গিওআচিনো পেচি (পোপ লিও ১৩) যিনি ১৮৭৮ সালে ক্যামেরলেনগো পোপ হয়েছিলেন। দ্বিতীয়জন হন ১৯৩৯ সালে। তার নাম ইউগেনিও পাচেলি (পোপ পায়াস ১২)।

কার্ডিনাল ফ্যারেলই আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিসের মৃত্যুর সনদে স্বাক্ষর করবেন। তারপর তিনিই পোপ ফ্রান্সিসের মরদেহ কফিনে শায়িত করবেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় বুধবার সকালে শোকযাত্রার মাধ্যমে পোপের মরদেহ ডোমাস সান্তা মার্তা চ্যাপেল থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে। এই শোকযাত্রার নেতৃত্বেও থাকবেন কার্ডিনাল কেভিন ফ্যারেল।

আমার বার্তা/জেএইচ

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি

দুবাইয়ে দুই বাংলাদেশি ‘বিগ টিকিট’ লটারি জিতলেন

দুবাইয়ে আয়োজিত জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারিতে ভাগ্যবান হিসেবে নির্বাচিত হয়েছেন দুইজন বাংলাদেশি নাগরিক। চলতি সপ্তাহের

ফ্রান্সিসের মৃত্যুর পর পোপ নির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে আসা ধর্মযাজকদের মধ্যে থেকেই পরবর্তী পোপ নির্বাচনের সম্ভবনা

মোদি একজন মহান নেতা: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে দূতাবাসের আয়োজনে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত

সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে দুদকের কাজ শুরু

ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার: রিজওয়ানা হাসান

কুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ

মোস্ট সিনিয়র বিচারপতিদের থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব বিএনপির

ড্যাপের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে রড-সিমেন্ট, ক্যাবলসহ লিংকেজ কোম্পানি

ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে আহত ৫

ইশরাকের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাইল ইসি

যশোর শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির নিবন্ধন কার্ড প্রিন্ট সংশোধন শেষ ১৫ মে

বিরতি দিয়ে একব্যক্তি ৩ বার প্রধানমন্ত্রী থাকার পক্ষে বিএনপি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির চশমা নিয়ে আসছে অ্যাপল

বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: শফিকুল আলম

কাতারে সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি চার নারী ক্রীড়াবিদ

চীন সরকারের প্রস্তাবিত হাসপাতাল হবে নীলফামারীতে: স্বাস্থ্য পরিচালক

আর্থনা সামিটে বিশ্বকে ৫ উদ্যোগের আহ্বান জানালেন ড. ইউনূস

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়