সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কেস ডায়েরি (নথি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে পুড়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। কেস ডায়েরি ডিবির হেফাজতে পুড়ে যায়নি।”
প্রসঙ্গত, সম্প্রতি কিছু গণমাধ্যমে সাগর-রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত এবং কেস ডায়েরি পুড়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। বিষয়টি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। তবে ডিএমপির পক্ষ থেকে এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলা হয়েছে।
আমার বার্তা/জেএইচ