মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড, যশোরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণি ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিবন্ধন কার্ড অনলাইনে প্রদান করা হবে। এই নিবন্ধন কার্ড ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে অনলাইন থেকে প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। ১৫ মে ২০২৫ পর্যন্ত ৮ম শ্রেণি ২০২৫ শিক্ষাবর্ষে ৮০০ টাকা করে ফি দিয়ে নিবন্ধন কার্ড সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিবন্ধন কার্ড অনলাইন থেকে প্রিন্ট করার নিয়ম
১. যশোর বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. বাঁ পাশে Our Services থেকে JSC Reg card 2025 বাটনে ক্লিক করতে হবে।
৩. প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে।
৪. Session 2025 বাটনে করতে হবে।
৫. Reg card All-এ ক্লিক করে সব কার্ড একসঙ্গে করতে হবে।
৬. Reg card Partial বাটনে ক্লিক করতে হবে (Start শিক্ষার্থী আইডি ও End শিক্ষার্থী আইডি দিয়ে Submit বাটনে ক্লিক করে আংশিকভাবে কার্ড প্রিন্ট করতে হবে)।
* নিবন্ধন কার্ডে সংশোধন
অষ্টম শ্রেণি ২০২৫ সালের নিবন্ধন কার্ডে নাম, পিতার নাম, মাতার নাম, ছবি ও জন্মতারিখ সংশোধনের নিয়ম দেওয়া হলো।
১. যশোর বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. বাঁ পাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করতে হবে।
৩. প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে।
৪. বাঁ পাশের মেনু থেকে Registration Correction > EIGHT 2025 মেনুতে ক্লিক করতে হবে।
৫. শ্রেণি নির্বাচন করে শিক্ষার্থীর Student ID দিয়ে Find বাটনে ক্লিক করতে হবে।
৬. ফরমটি যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে।
৭. Print Sonali Sheba বাটনে ক্লিক করে সোনালি সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফি জমা করতে হবে।
অষ্টম শ্রেণি ২০২৫ সালের নিবন্ধন কার্ডে নাম, পিতার নাম, মাতার নাম, ছবি ও জন্মতারিখে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনসহ ফ্রেশ নিবন্ধন বাবদ শিক্ষার্থী প্রতি ৮০০ টাকা ফি প্রদান করে অবশ্যই সংশোধন করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে তার সব দায়দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। কোনো নিবন্ধন কার্ড পাওয়া না গেলে Student Management থেকে Final Submit নিশ্চিত করতে হবে।
আমার বার্তা/এল/এমই