ই-পেপার বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শুল্ক আরোপের পর এশিয়ার শেয়ার বাজারেও এসেছে পরিবর্তন

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৫, ১৬:১২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর এশিয়ার শেয়ার বাজারেও এসেছে পরিবর্তন। পাশাপাশি মার্কিন শেয়ার সূচকের ধাক্কায় গতকাল সোমবারও এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে বড় ধরনের ধস হয়েছে। বিবিসির সংবাদে বলা হয়েছে, গতকাল সকালে জাপানের নিক্কি ২২৫ সূচকের পতন হয়েছে ৬ দশমিক ৩ শতাংশ, হংকংয়ের হ্যাং সেং সূচকের পতন হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। তাইওয়ান ও সিংগাপুরেও শেয়ারের দাম কমেছে। তাইওয়ানে কমেছে প্রায় ১০ শতাংশ এবং সিংগাপুরে কমেছে প্রায় ৮ দশমিক ৫ শতাংশ।

গতকাল টানা দ্বিতীয় দিনের মতো ইউরোপের শেয়ার বাজারেরও ধস নেমেছে। ইউরোপের শেয়ার বাজারের মানদণ্ড হিসেবে বিবেচনা করা প্যান-ইউরোপিয়ান স্টক্স ৬০০ সূচকটি এদিন লেনদেন শুরুর পরপরই ৬ শতাংশ কমেছে। দিনের শুরুতে জার্মানির ডিএএক্স সূচকটি কমেছে প্রায় ১০ শতাংশ। আমস্টারডাম স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। এছাড়া বেলজিয়াম স্টক মার্কেটে ৬ দশমিক ৩৪ শতাংশ এবং ফ্রান্সের শেয়ার বাজার সিএসি ৪০-এ ৬ দশমিক ১৪ শতাংশ দরপতন হয়েছে। ওয়াশিংটনভিত্তিক কৌশলগত পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের সহযোগী রিন্টারো নিশিমুরা বলেন, এই শুল্ক আরোপের প্রভাব নিয়ে অনেক বেশি অনিশ্চয়তা কাজ করছে। আর এ কারনেই শেয়ারের দামে এত বড় ধস হচ্ছে। গতকাল ভারতের শেয়ার বাজারেও বড় ধস নেমেছে। লেনদেন শুরু হওয়ার মাত্র ২০ সেকেন্ডের মধ্যে বিনিয়োগকারীদের ২০ লাখ কোটি রুপি বাজার মূলধন কমে গেছে। এই বাজারের মূল সূচক সেনসেক্সের পতন হয়েছে ৪ হাজার পয়েন্ট। শেষ অধিবেশনের তুলনায় সূচকের পতন হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। সেই সঙ্গে বাজারের আরেক সূচক নিফটির পতন হয়েছে ১ হাজার পয়েন্টের বেশি। বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্সভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা স্টিল (-১০%), টাটা মোটরস (-৭.৮৬%), ইনফোসিস (-৬.৯৮%), টেক মাহিন্দ্রা (-৬.৩৬%) ও এলঅ্যান্ডটি (-৬.৪৫%)। পরে অবশ্য বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। এশিয়ার শেয়ার বাজারের পাশাপাশি মার্কিন শেয়ার সূচক নাসডাক ও ডাও জোন্সেরও বড় পতন হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুল্কনীতি ঘোষণার পরপরই। গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট ফিউচার্স সূচকও অনেকটা পড়ে গেছে। গত সপ্তাহে মার্কিন শেয়ার বাজার ৬ লাখ কোটি ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে।

শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতির এই পরিপ্রেক্ষিতে গত রবিবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেয়ার বাজারের কী হবে, আমি সেটা বলতে পারব না। কিন্তু আমাদের দেশ অনেক শক্তিশালী। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার প্রশাসনের ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, বিশ্বের অনেক নেতা ‘একটি চুক্তি করতে মরিয়া’ হয়ে আছেন।

এক দিনে ৫০ হাজার কোটি রিয়াল হারিয়েছে সৌদি পুঁজিবাজার। শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্যযুদ্ধের প্রভাবে সৌদি আরবের শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। গত রবিবার একদিনেই ৫০ হাজার কোটি রিয়ালের বেশি বাজারমূল্য হারিয়েছে সৌদি আরবের শেয়ার বাজার। উপসাগরীয় অন্যান্য শেয়ার বাজারের একই অবস্থা। জ্বালানি তেলের ব্যাপক মূল্যহ্রাস ও বৈশ্বিক পুঁজিবাজারে দরপতনও উপসাগরীয় বাজারে পতনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। সৌদি আরবের শেয়ার বাজারের প্রধান সূচক তাদাউল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৭০০ পয়েন্টের বেশি (৬ দশমিক ১ শতাংশ) কমে ১১ হাজার ২০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। এই পতনে সবচেয়ে বড় অবদান রেখেছে সৌদি আরামকো। কোম্পানিটির বাজারদর ৩৪ হাজার কোটি রিয়ালের বেশি কমেছে। অন্যান্য উপসাগরীয় সূচকেও সামগ্রিকভাবে পতন দেখা গেছে। গতকাল কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনও শেয়ার বাজারের পতনের খরবও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

আমার বার্তা/এল/এমই

শিল্পে দ্রুত গ্যাস সংযোগ প্রদানের সিদ্ধান্ত: ফাওজুল কবির

গ্যাস পেলেই উৎপাদনে যেতে পারবে এমন শিল্প প্রতিষ্ঠানে আগামী সপ্তাহের মধ্যেই লোডবৃদ্ধি করার নির্দেশনা দিয়েছেন

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের যাবতীয় তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিন মাস অন্তর অন্তর বাংলাদেশ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২০০০ কোটি টাকা: উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশি পণ্য পরিবহন খরচ দুই হাজার কোটি

আউটসোর্সিংয়ে কাজ পাবেন ১৮-৬০ বছর বয়সীরা, সর্বোচ্চ বেতন ৪২৯৭৮ টাকা

দৈনন্দিন কাজে গতিশীলতা আনা, স্বল্পসময়ে সেবাগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহি এবং মানসম্মত সেবা ক্রয়ের লক্ষ্যে আউটসোর্সিংয়ের নতুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় মুহাম্মদ ইউনূস

বিশ্বের ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম, শীর্ষে আরও যেসব দেশ

ফিলিস্তিনে শিশু ও গণহত্যা বন্ধের দাবীতে ক্ষুদে শিশুদের প্রতিবাদ

শিল্পে দ্রুত গ্যাস সংযোগ প্রদানের সিদ্ধান্ত: ফাওজুল কবির

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম বন্দর থেকে ১০০ কোটি টাকা পেল সিটি কর্পোরেশন

ভাটারায় হ‌বে প্রবাসী হাসপাতাল, পরিচালিত হ‌বে প্রবাসী‌দের দি‌য়েই

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

সরকারি সফরে পরিবার নিয়ে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

৮০০ কোটি টাকা লোপাট: সালমানসহ ৩০ জনের নামে মামলা

সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

দৈনিক ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্ব পালনের আহ্বান শিক্ষা উপদেষ্টার

বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২০০০ কোটি টাকা: উপদেষ্টা

টিউলিপকে দেশে ফেরাতে আইসিটির সহযোগিতা চাওয়া হবে: দুদক

সড়কে অবরোধ প্রত্যাহার করলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

রিয়ালকে দাঁতভাঙা জবাব দিতে চান আর্সেনাল কোচ মিকেল