ই-পেপার বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

‘কোকা-কোলা বাংলাদেশ’কে অধিগ্রহণ করছে তুরস্কের সিসিআই

অনলাইন ডেস্ক:
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

বাংলাদেশে কোক ব্র্যান্ডের উৎপাদন, বিক্রয় এবং বিতরণের সাথে জড়িত যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি কোকা-কোলা এবং পেপসিকো। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের কোমল পানীয়ের বাজারকে প্রায় ৪ হাজার কোটি টাকা থেকে ৬ হাজার কোটি টাকা পর্যন্ত উন্নীত করেছে। কোমল পানীয়ের জনপ্রিয়তা বাড়ানোর মাধ্যমে সমৃদ্ধ এবং বিস্তৃত করেছে ব্যবসায়িক পরিসর। পরবর্তীতে প্রাণ, আকিজ এবং পারটেক্সের মতো স্থানীয় কিছু পানীয় প্রস্তুতকারকদের সাথে সমন্বিত হয়ে গড়ে তোলা হয়েছে এক বৃহৎ বাজার।

অধিগ্রহণের এই প্রক্রিয়ায় এবার তুরস্কের কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা আইসেসেক (সিসিআই) বাংলাদেশের কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিবি) অধিগ্রহণ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। ১৩০ মিলিয়ন ডলারের বিনিময়ে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি। বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার অঙ্গীকার কোম্পানিটির।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সিসিআইয়ের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতি অনুসারে, চুক্তি অনুযায়ী সিসিআই ১৩০ মিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি মূল্যে সিসিবিবি শেয়ারের ১০০ শতাংশ অধিগ্রহণ করবে। চুক্তিতে আরও বলা হয়, ক্লোজিং অডিট সমাপ্তির পর সমাপ্তির তারিখ থেকে সিসিবিবি-এর সঠিক নেট আর্থিক ঋণের পরিমাণ নির্ধারণ করার জন্য ইক্যুইটি মূল্য একটি পোস্ট-ক্লোজিং মূল্য সমন্বয় প্রক্রিয়ার অধীন হবে।

সিসিআই জানায়, সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভি (সিসিআইএইচবিভি) বিদ্যমান নগদ সংস্থান দ্বারা অধিগ্রহণের অর্থায়ন করা হবে বলে আশা করা হচ্ছে এবং সিসিআই-এর নেট লিভারেজের ওপর এর সামান্য প্রভাব ফেলবে। ঢাকায় নিয়ন্ত্রক অনুমোদনের পর চুক্তিটি বন্ধ হয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। অধিগ্রহণ সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন সিসিবিবির কর্মকর্তারা।

সিসিআই ঘোষণা করে, সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি সিসিআইএইচবিভি এবং কোকা-কোলা কোম্পানির একটি সহায়ক সংস্থার সাথে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। এক্ষেত্রে সিসিআইএইচবিভি প্রধান সরাসরি শেয়ারহোল্ডার হবে।

কোকা-কোলা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড (আইবিপিএল)। ২০১৭ সালে বাংলাদেশ ৭৪ মিলিয়ন ডলার বিনিয়োগে ময়মনসিংহের ভালুকায় প্ল্যান্টটি প্রতিষ্ঠা করে। এর সাত বছর পরই সিসিবিবি ইস্তাম্বুলভিত্তিক কোম্পানিতে স্থানান্তরিত হতে যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য অবকাঠামোও গড়ে তোলা হয়েছে।

স্থানীয় ফার্ম আব্দুল মোনেম লিমিটেড হলো বাংলাদেশের আরেকটি বোতলজাত কোকা-কোলা পানীয়ের কোম্পানি। এখানে ২০২২ সালের মধ্যে (তিন বছরে) ১০ শতাংশ চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার নিবন্ধিত করেছে নন-অ্যালকোহলযুক্ত রেডি-টু-ড্রিংক মার্কেট।

বাংলাদেশের কোমল পানীয়ের বর্তমান বাজারের মূল্য আনুমানিক ৪ হাজার কোটি টাকা থেকে ৬ হাজার কোটি টাকা। সিসিআই-এর মতে, বাংলাদেশে নন-অ্যালকোহলযুক্ত রেডি-টু-ড্রিংক বাজারটি ২০৩২ দশকের মধ্যে ১২ শতাংশ বার্ষিক গড় বৃদ্ধির নিবন্ধন করবে বলে আশা করা হচ্ছে।

সিসিআই কোকা-কোলার ব্র্যান্ড তৈরি, বিতরণ এবং বিক্রি করার সাথে সম্পৃক্ত। আজারবাইজান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, সিরিয়া, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানসহ বিশ্বের ১১টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাদের কার্যক্রম রয়েছে।

সিসিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি বলেছেন, ‘আমরা সিসিবিবি অধিগ্রহণের চুক্তিতে স্বাক্ষর করতে পেরে খুবই আনন্দিত। আমরা এই পদক্ষেপকে ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের একটি দুর্দান্ত সুযোগ হিসেবে দেখছি। সিসিআই-এর মূল দক্ষতা স্থাপনের মাধ্যমে বাজারমূল্য বৃদ্ধি ত্বরান্বিত হবে। এই অধিগ্রহণ চুক্তি সিসিআই-এর জন্য আরও বৈচিত্র্যময় ভৌগলিক পদচিহ্ন তৈরি করবে এবং কোকা-কোলা কোম্পানির সাথে সম্পর্ক দৃঢ় করবে।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাসের উদ্ধৃতি দিয়ে সিসিআই বলছে, বাংলাদেশের অর্থনীতি ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে বার্ষিক গড়ে ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অধিগ্রহণের ফলে ২০২৩ থেকে ২০২৮ সালের মধ্যে গড় বার্ষিক ৬ দশমিক ৭ শতাংশ হারে প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।

সিসিবিবি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা প্রদান করে থাকে। ৩০০ জনেরও বেশি কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানটিতে। একটি বোতলজাত প্ল্যান্ট এবং তিনটি প্রধান গুদামসহ সিসিবিবি-এর প্রায় ৩ লাখ বিক্রয় পয়েন্ট এবং ৫০০ এর কাছাকাছি অংশীদার রয়েছে।

আমার বার্তা/জেএইচ

জাতীয় স্বার্থের বাইরে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডার চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন বলেছেন, ‘জাতীয় স্বার্থের বাইরে কোনও

কলম বিরতিতে এন‌বিআর কর্মকর্তা-কর্মচারীরা, তোপের মুখে চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

যে কারণে জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগ করলো সরকার

অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং

জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিতে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরে ৪ দশমিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদার হাইকোর্টে জামিন

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, সর্বোচ্চ ঝুঁকিতে যেসব অঞ্চল

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি: ঢাবি ছাত্রশিবির

ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ

ববির অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন ড. তৌফিক আলম

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, যা থাকছে কর্মসূচিতে

বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের কূটনীতিককে বহিষ্কার করল ভারত

ছাত্রদল নেতা সাম্য হত্যা, সরকারের কাছে জবাব চাইলেন মির্জা ফখরুল

আ.লীগ নিষিদ্ধে ভারতের প্রতিক্রিয়া নিয়ে যা বললেন প্রেস সচিব

ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে

হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই: নেতানিয়াহু

ছাত্রদলের বিক্ষোভ, ঢাবি ভিসির পদত্যাগ দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

১৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা

অভ্যাস বদলাতে পারলে এ ধরণের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব: উপদেষ্টা রিজওয়ানা