ই-পেপার বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

অভ্যাস বদলাতে পারলে এ ধরণের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব: উপদেষ্টা রিজওয়ানা

আলী আবির, ঢাকা
১৩ মে ২০২৫, ২৩:২৭
ছবি : আমার বার্তা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনসহ সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে যেসব সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তার বিকল্প বের করতে সরকার চেষ্টা করছে। আমাদের অভ্যাস বদলাতে পারলে এই ধরণের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব। বিশ্বের অন্যান্য দেশ পারলে আমরাও চাইলে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারব।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন ও সেরা চর্চার প্রসার’ শীর্ষক কর্মশালায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান এ মন্তব্য করেন।

সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে এবং বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের সহযোগিতায় বাংলাদেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় ‘প্লিজ’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট, আরণ্যক ফাউন্ডেশন ও রেড অরেঞ্জ লিমিটেড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউ এন আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। স্বাগত বক্তব্য দেন বিশ্ব বাংকের কান্ট্রি ডিরেক্টর (ভারপ্রাপ্ত) গেইল মাটিন। এছাড়াও বক্তব্য দেন ইউ এন ও পি এস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন, বাংলাদেশ প্লিজ প্রকল্পের রূপান্তকারী ধারণা তুলে ধরেন রেড অরেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার এইচ. এ. এম. ফাইম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আই এম এস অধ্যাপক আলমগীর, ব্র্যাকের ম্যানেজার রুকসার সুলতানা, বিপিসিএলের সিইও ও এমডি খাদেম মাহমুদ ইউসুফ।

সভাপতির বক্তব্য রাখেন প্লিজ প্রকল্পের জাতীয় ফোকাল পয়েন্ট এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (অস্থায়ী) ড. মো. আব্দুল মোতালেব।

সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, অনেকেই বলেন আমি শুধু পলিথিন নিয়ে কথা বলি। আসলে সব ধরণের সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত দিক থেকেও অনেক ক্ষতি করছে। ফলে আমাদের এ দিকে গুরুত্ব দিতে হবে। আমাদের পূর্বপুরুষদের সময়ের কথা যদি চিন্তা করি, তারা কি এভাবে পলিথিন, প্লাস্টিকের জিনিস ব্যবহার করতেন? এখন তো প্লাস্টিকের বদলে অনেক ধরণের জিনিস তৈরি হয়েছে, সেগুলো ব্যবহার করতে পারি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক দাতা সংস্থার সঙ্গে যৌথভাবে ঢাকা শহরের ৪টি নদী নিয়ে একটি প্রকল্প চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের আমলাতান্ত্রিক জটিলতা এবং দাতাসংস্থার কিছু পদ্ধতির কারণে দেরি হচ্ছে। প্রথমে বুড়িগঙ্গা নদী নিয়ে কাজ শুরু করা হবে।

বুড়িগঙ্গার নিচে কয়েক ফুট শুধু প্লাস্টিকের স্তর আছে- এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, ঢাকার কয়েকটি খাল উদ্ধার করে পুরোনো চেহারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে একটি খাল আছে কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল নামে পরিচিত। অনেক টাকায় খাল উদ্ধার করতে হবে দেখে সিদ্ধান্ত নিলাম, আগে খালটি সরেজমিন দেখে পরে ফাইল স্বাক্ষর করব। গিয়ে দেখলাম খালের অস্তিত্ব নেই। এটাকে প্লাস্টিকের খাল বলা যায়। বুড়িগঙ্গা খননের কথা বলা হয়েছে। কিন্তু এখানে কমপক্ষে পাঁচ ফুট প্লাস্টিকের স্তর। এগুলো তোলার যন্ত্র নেই। বিআইডব্লিউটিএ একটি যন্ত্র আনার চেষ্টা করছে। নভেম্বরে হয়তো আসবে। কিন্তু এত প্লাস্টিক উঠিয়ে কোথায় রাখব?

জুস খাওয়ায় সাধারণত ব্যবহার হওয়া স্ট্র’র উৎপাদন বন্ধের উদ্যোগ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, জুলাই থেকে আমরা এর উৎপাদন বন্ধে কাজ করতে চাই। পলিথিনের বদলে পাটের ব্যাগ তৈরি করে সুলভমূল্যে গ্রাহককে দেয়ার চিন্তা করা হচ্ছে। কারণ সুপার শপে গিয়ে অনেকে বেশি দাম দিয়ে একটি ব্যাগ কিনতে চান না।

সরকারি অনেক দপ্তরে এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমে আসছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটাও কিন্তু এক ধরণের সফলতা। সরকারি দপ্তরগুলোর বাইরেও অনেক জায়গায় এসব প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে আসছে। সুপার শপগুলোতে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে।

ড. ফাহমিদা খানম প্লাস্টিক সংকট মোকাবিলায় উদ্ভাবন ও অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। একইসঙ্গে এ ধরণের কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর ওপর জোর দেন।

ড. মো. আবদুল মোতালেব বলেন, আমরা যেসব কাজ করছি, সেগুলো পাইলট পর্যায়েই থামিয়ে রাখা যাবে না। নিরবিচ্ছিন্ন সহায়তা থাকলে এমন কাজের মাধ্যমে সারাদেশে পরিবর্তন আনা সম্ভব। আরণ্যক ফাউন্ডেশন সুন্দরবনে প্রথমবারের মতো প্লাস্টিক অডিট চালু করেছে এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য খাতকে ডিজিটাল করার জন্য মোবাইল অ্যাপ ও নারী-অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

রেড অরেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবতী বলেন, আমাদের সরকার পরিবেশবান্ধব। পরিষ্কার নদী, উপকূল ও কমিউনিটি যেন স্বপ্ন নয় বরং জাতীয় মানদণ্ড হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রেড অরেঞ্জ লিমিটেড ঢাকার কল্যাণপুর খালে ভাসমান ব্যারিয়ার স্থাপন করে ইতোমধ্যে ৬৫ মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ করেছে। আইওটি প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিক দূষণ ট্র্যাক করছে।

সমগ্র বাংলাদেশে ‘প্লিজ’ প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ ৮৪ হাজার কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ, ২৫০টি কর্মসংস্থান সৃষ্টি এবং ২ হাজার ৩৬৬ জন বর্জ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই নারী।

শহরাঞ্চলে জলাবদ্ধতা রোধে ভাসমান প্লাস্টিক ব্যারিয়ার, সুন্দরবনে বায়োডিগ্রেডেবল পণ্যের কেন্দ্র এবং রিয়েল-টাইম প্লাস্টিক ট্র্যাকিং অ্যাপের মতো উদ্ভাবনসমূহ কর্মশালায় প্রদর্শিত হয়েছে। যা ইতোমধ্যেই উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইএমএস উপকূলীয় অঞ্চলে ‘সার্কুলার ইকোনমি’ মডেল চালু করে পরিত্যক্ত মাছ ধরার জাল সংগ্রহ ও ২০ হাজারটির বেশি পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করছে এবং অনেক মানুষকে ইকো-এন্টারপ্রাইজে প্রশিক্ষণ দিচ্ছে।

বাংলাদেশএকটি টেকসই, প্লাস্টিকমুক্ত ভবিষ্যতের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ‘প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া’ প্রকল্পের জাতীয় জ্ঞান বিনিময় কর্মশালার সফল আয়োজনের মধ্য দিয়ে। এতে অংশগ্রহণ করেন দেশি-বিদেশি বিভিন্ন খাতের অংশীজন, যারা কমিউনিটিভিত্তিক উদ্ভাবনী প্লাস্টিক বর্জ্য সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে এক কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায়

মাদারীপুরে সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৩ মে)

গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সোনালী স্বপ্ন একাডেমির ফল উৎসব

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালী স্বপ্ন একাডেমিতে অনুষ্ঠিত হল মৌসুমী ফল উৎসব । প্রতিবছরের ন্যায় এবছরও

মনপুরায় ঝুঁকিপূর্ণ গাছের সাঁকো দিয়ে চলাচল হাজার মানুষের একমাত্র ভরসা

ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের কবির বাজার সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ পরিবারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভ্যাস বদলাতে পারলে এ ধরণের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব: উপদেষ্টা রিজওয়ানা

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন

মাদারীপুরে সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সোনালী স্বপ্ন একাডেমির ফল উৎসব

মনপুরায় ঝুঁকিপূর্ণ গাছের সাঁকো দিয়ে চলাচল হাজার মানুষের একমাত্র ভরসা

শিক্ষকরা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না

উচ্চ কোলেস্টেরল যখন নীরব ঘাতকে পরিনত করে

জাতীয় স্বার্থের বাইরে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডার চেয়ারম্যান

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক

প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: আইইবি

কলম বিরতিতে এন‌বিআর কর্মকর্তা-কর্মচারীরা, তোপের মুখে চেয়ারম্যান

তিন দশক পর প্রিমিয়ার লিগে ফিরছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব

রানা দেখালেন চেষ্টা থাকলে নিউইয়র্ক জয় করা সম্ভব

এসএসসির শেষ পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৮

অনেক নাটকীয়তার পর অবশেষে জাপানের সঙ্গে এফওসি হচ্ছে

মিশরের সঙ্গে শিগগিরই ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিতে পারবেন সিভিল সার্জনরা

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ