হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনে পাচারের সময় এক তরুণীকে উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী সোমবার (২৬ মে) রাতে বিমানবন্দরের মূল প্রবেশ পথে অভিযোগ করেন যে, তাকে জোরপূর্বক চীনে পাচারের চেষ্টা করা হচ্ছে। তার দয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে চীনা নাগরিক হু জুনজুন ও জ্যাং লেইজিকে।
পরবর্তীতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরেক বাংলাদেশি নাগরিক নয়ন আলিকে। এ সময় সেখান থেকে পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়।
এপিবিএন জানায়, এই দুই চীনা নাগরিক মানবপাচারকারী চক্রের সদস্য আর নয়ন দালাল। চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে দেশীয় দালালদের মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীর নামে ভুয়া কাগজপত্র তৈরি করে, ১০ লাখ টাকার দেনমোহরে চীনা নাগরিক হু জুনজুনের সঙ্গে বিয়েও সম্পন্ন করা হয়। পরে স্ত্রী সাজিয়ে পাচার করা হয়।
মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
আমার বার্তা/এল/এমই