মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় নগরীর টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, ‘দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে।’
আমার বার্তা/এল/এমই