আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের মিথ্যা, ভিত্তিহীন, হয়রানি ও ষড়যন্ত্রমূলক অভিযোগে যুবনেতা সাইফুল ইসলামকে যৌথ অভিযানে আটক করে গত ২১ মে আদালতে প্রেরণ করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
এর প্রতিবাদে উপজেলার সরফভাটায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
ঐদিন বিকেলে আদালত সাইফুলকে জামিন দিলে রাত ৯ টায় সরফভাটা এসে পৌঁছায় সাইফুল। তৎক্ষনাৎ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরফভাটা বড় মাদরাসার পাশে মিলিত হয়ে তাকে সংবর্ধিত করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল।
জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগীর পিতা মো: কামাল, মোজাহেরুল ইসলাম, মো নিজাম, মাহমুদুল ইসলাম, মো: ইউসুফ, মো: আলম, কামরুল ইসলাম, কাদের, এম রাশেদ আহমেদ, মো: মামুন, মোজাম্মেল, সালাউদ্দীন, সালমান সায়েদ, সোহেল আরমান, শাকাওয়াত, ইমরান, ওবায়দুল, জোনায়েদ প্রমুখ।
ভুক্তভোগী যুব নেতা সাইফুলের পিতা দাবি করেন আমার ছেলে নিরপরাধ। একইদিন যৌথ বাহিনীর অভিযান অন্য এক আসামির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। কিন্তু বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় তা আমার ছেলের থেকে উদ্ধার করেছে বলে যে নিউজ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল সহ নেতাকর্মীদের তার ছেলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।