নারীরা পিছিয়ে নেই পুলিশ বাহিনীতেও। এখানেও তারা সফলতার স্বাক্ষর রাখছেন। এখন কনস্টেবল থেকে অ্যাডিশনাল আইজি পর্যন্ত নারী পুলিশের সরব উপস্থিতি। পুলিশের নারী সদস্যরা মেধা, যোগ্যতা আর দক্ষতার প্রমাণ দিয়ে দেশবিদেশে কাজ করছেন। নারী পুলিশ এখন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছেন। তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।
সেই সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সাহসীকতার সহিত ভূমিকা পালন করছেন নারী পুলিশ সদ্যসরা। তেমনি একজন নারী অফিসার এসআই মোছাঃ ফরিদা ইয়াসমিন। সিরাজগঞ্জ থেকে ১৯৯৭ সালে কনস্টেবল পদে চাকরি পান। এরপর সফলতার সাথে কর্মদক্ষতায় নিজেকে প্রমাণ করার চেষ্টায় সফল হন।
২০১৬ সালে এসআই প্রমোশন পান। এরপর নতুন দায়িত্ব নিয়ে প্রথম এসআই অফিসার হিসেবে নাটোর সদরে যোগদান করেন। এর পর রাজশাহী বাগমারার থানায়ও দায়িত্ব পালন করেছেন তিনি।
সর্বশেষ ২০২৩ সালে ১০ তারিখে গুরুদাসপুর থানায় যোগদান করে দায়িত্ব পালন করে যাচ্ছেন। গুরুদাসপুর থানা হওয়ার পর এই প্রথম নারী এসআই অফিসার হিসেবে কাজ করার দুই বছর পার করলেন।
গুরুদাসপুর থানায় সততার সাথে নারী - শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা নিতে আসা জনসাধারণের হেল্প ডেস্ক এবং নারী ঘটিত বিভিন্ন অপরাধ গুলো নিয়ে কাজ করছেন এসআই মোছাঃ ফরিদা ইয়াসমিন।
চাকরির পাশাপাশি পরিবারের সকল দায়িত্ব পালন করছেন সুন্দর ভাবে, এসআই অফিসারের স্বামীও একজন পুলিশ কনস্টেবল, তিনিও গুরুদাসপুর থানায় কর্মরত আছেন। সিরাজগঞ্জে জন্ম ও বেড়া উঠা এই উদম্য সাহসী নারী অফিসার (এসআই), স্বামী ও এক মেয়ে নিয়ে এগিয়ে চলছেন সফলতার সাথে দূর্বার গতিতে। গুরুদাসপুর বাসী একজন নারী অফিসার পেয়ে তাঁরাও খুশি।