নীলফামারীর ডিমলায় প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের এর মাধ্যমে ব্রি-৯২ জাতের ধান রোপনের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
"ডিমলার কৃষি বৈচিত্র্যময় কৃষি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ ডিমলার আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সমালয় চাষাবাদ (Synchronized Cultivation) বাস্তবায়নের লক্ষে ব্রি-৯২ জাতের ধানের চারা রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপনের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর,নীলফামারী এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) জাকির হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) নিকছন চন্দ্র পাল এবং উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শামিমা ইয়াসমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না।
ডিমলা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় ২০২৪- ২৫ অর্থ বছরে ব্লক প্রদর্শনীর মাধ্যমে ট্রেতে বীজতলা বাস্তবায়ন এবং রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় গত ২৩ ডিসেম্বর মেশিনের মাধ্যমে ডিমলা উত্তর তিতপাড়া ব্লকে ট্রেতে বীজ বপন করা হয়। ব্রি-৯২ জাতের ৬৩০০ ট্রের মাধ্যমে।
ডিমলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান জানান, বর্তমানে চালা গুলোর বয়স ২৫ দিন। চলতি মৌসুমে রাইচ ট্রান্সফর্মার যন্ত্র দ্বারা ডিমলা ইউনিয়নের উত্তর তিতপাড়া ব্লকে ৫০ একর জমিতে ব্রি-৯২ জাতের ধানের চারা রোপন করা হবে এবং যন্ত্র দ্বারা ধান রোপন করলে কৃষকরা উপকৃত হবে।
কৃষক আমির আলী জানান, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সারা দেশের ন্যায় ডিমলা উপজেলার কৃষি অফিসারগন কৃষকদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব, উপজেলার দশটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন, স্থানীয় কৃষক- কৃষানী সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।