কিশোরগঞ্জের নিকলী উপজেলার আওয়ামীলীগ নেতা আল আমিনকে (৩৮) বিস্ফোরক মামলায়
গ্রেফতার করেছে র্যাব। উত্তরা র্যাব-১, কিশোরগঞ্জ র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আওয়ামী নেতা সাবেক সাংসদ আফজালের একান্ত সহচর ও নিকলী উপজেলার পূর্বগ্রাম গ্রামের গোলাপের ছেলে এবং নিকলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
র্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই নিকলী উপজেলার নতুন বাজারগামী রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণমিছিল বের হওয়া মিছিলে আল আমিনসহ কতিপয় দুষ্কৃতিকারী হামলা করে। তাদের হামলায় অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। আল আমিনসহ অন্যরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। আশেপাশের দোকানপাটেও তারা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এ বিষয়ে হামলার ঘটনায় শাহ আলম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, মামলার পরিপ্রেক্ষিতে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত এবং জড়িতদের গ্রেফতারে পদক্ষেপ গ্রহণ করে। রবিবার বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন,হামলার ঘটনায় শাহ আলম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১ উত্তরা ও র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়। ২০জানুয়ারী সকাল ৯ টায় কিশোরগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়।