সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম (২৪) উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতে সাইদুল নিহত হয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে হত্যার সঙ্গে কারা জড়িত, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, বিএসএফের গুলিতে, নাকি ভারতীয় গারো সম্প্রদায়ের অস্ত্রধারীদের গুলিতে আমাদের এক বাংলাদেশি নিহত হয়েছেন– তা নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর মূল ঘটনা জানা যাবে।
স্থানীয় সূত্র জানায়, নিহত সাইদুল অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন। তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কেউ কেউ জানান, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথাকাটাকাটি হয়েছে বলেও তারা শুনেছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে, কী ধরনের বুলেট শরীরে লেগেছে।
আমার বার্তা/জেএইচ