ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারী জলঢাকা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারী জলঢাকা উপজেলার ছাত্রদলের বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় ট্রাফিক মোড়ে এসে আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো: ওমর ফারুক ডেভলপ (সাবেক সহ দফতর সম্পাদক, নীলফামারী জেলা ছাত্রদল), লিখন সহ-সাহিত্যা ও প্রকাশনা সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক নীলফামারি সরকারি কলেজ ছাত্রদল), সাদেক হোসেন খোকা , সিনিয়র যুগ্ম আহ্বায়ক , জলঢাকা উপজেলা ছাত্রদল) সাকিব ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জলঢাকা উপজেলা ছাত্রদল, তিতাস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জলঢাকা পৌর ছাত্রদল, সালিক ইসলাম, আহ্বায়ক জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল, দুলাল ইসলাম সদস্য সচিব সরকারি কলেজ ছাত্রদল ছাত্রদল, আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।