বরগুনার তালতলী উপজেলায় নিজের ধানের জমিতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান (২৪) ওই গ্রামের মোঃ আউয়াল শিকদারের ছেলে। তালতলী উপজেলার লাউপাড়ায় বর্তমানে বসবাস করলেও তাদের পুরাতন বাড়ি বরগুনা সদর ৬নং বুড়িরচর
ইউনিয়নের বড় লবনগোলা।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে ধানক্ষেতের মধ্যে এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ওই যুবকের বাড়ির লোকজনকে খবর দিলে বাড়ীর লোকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস ফরাজি কে খবর দেয় পরে তিনি তালতলী থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত আবদুর রহমানের চাচাত ভাই আলমগীর শিকদার জানান, বরগুনার আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে আবদুর রহমান। করোনার পর থেকে লেখাপড়ায় না জড়িয়ে সে অলস সময় কাটাচ্ছিল। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হয় সে। এরপরে তার মৃত্যুর খবর শুনতে পাই। এসময় তার হাত পায়ের নখ কালো, চোখ ও কানের নীচ কালো হয়ে আছে দেখতে পাওয়া গেছে।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমরান আলম জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশ করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো বিষক্রিয়ায় মৃত্যু মারা গেছে।