সচিবালয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট। এসময় আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় সোহানুর জামান নয়ন (২৪) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। এতে মোঃ হাবিবুর রহমান (২৬) নামে ফায়ার
সার্ভিসের আরও এক কর্মী আহত হয়েছেন । জানা গেছে, পানি ব্যবস্থা করার কাজে রাস্তা পার হচ্ছিলেন তারা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোগ পৌনে চারটা নাগাদ মুমূর্ষ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোঃ সোহানুর জামান নয়নকে মৃত ঘোষণা করেন। অপর ফায়ার সার্ভিস কর্মী মোঃ হাবিবুর রহমান আহত হলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় তাকে।
নিহত সোহানুর রংপুর মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল বিশ্বনাথপুর ফায়ার স্টেশন (সিলেট) হলেও বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের সংযুক্ত ছিলেন। তিনি বিবাহিত ও বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন বলে জানা গেছে।
ফায়ার সূত্রে জানা গেছে, গতরাতে সচিবালয়ের ভবনে আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিস টিম আগুন নিভাতে আসে।এ সময় মালামাল নিয়ে সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত মালবাহীর ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় তারা। পরে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন।এঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আজ ভোরের দিকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের দুই সদস্যকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে সোহানুর নামে এক ফায়ার সার্ভিস কর্মীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ/এমরানা