নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে মো. মোমিন হোসেন (৩৫) ও রায়হান আলী (৩২) নামে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. সেন্টু (৫২) এবং মকবুল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেকজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে হালতিবিলে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। একজনের বাড়ি নলডাঙ্গায় এবং অপরজন আত্রাই উপজেলায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আমার বার্তা/জেএইচ