মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সকল পূজামণ্ডপ কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২ টায় হোসেন্দী ইউনিয়ন লস্করদী পূজা মন্ডপ কেন্দ্র পরিদর্শন শেষ করে পর্যায়ক্রমে উপজেলাধীন ৯ টি পূজা মণ্ডপ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতা কামরুজ্জামান রতন বলেন আমার একটাই দল একটাই স্লোগান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিতে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই। আমরা সবাই আল্লাহ তায়ালার সৃষ্টি মানুষ এটাই আমাদের পরিচয়।আমরা বাংলাদেশের মানুষ। গজারিয়ার মানুষ এটাই আমাদের সকলের পরিচয়।এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল ক্ষেত্রে সকল স্তরে, সহমর্মিতা ও সহযোগিতা অব্যাহত আছে,থাকবে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এবং পূজা মন্ডপ কেন্দ্র সমূহ কে লক্ষ্য করে বলেন আপনাদের দশমী পূজা পর্যন্ত আমাদের দলের সকল নেতাকর্মী আপনাদের সাথে থাকবে সহযোগিতা করবে। আপনাদের সকলের ভাই হিসেবে বন্ধু হিসাবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোজাম্মেল হক মুন্না, জেলা যুবদলের আহব্বায়ক, সাইদুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক,সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, ইসহাক আলী, কৃষক দলের সদস্য সচিব তোফায়েল হোসেন, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক, রাসেল, দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম ভিপি মাসুম,ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারন সম্পাদক,প্রদীপ কুমার রাজবংশী, সহ বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক সহ উপজেলা, ইউনিয়ন, বিএনপি সহ ছাত্রদল, যুবদল, সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই