রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে বাসার পার্কিং থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানাধীন আজিজ মহল্লার ৭/৩ রোডের শরীফা নুর ভিলা নামের বাসায় এই চুরির ঘটনা ঘটে।
গাড়ির মালিক আমিনুল ইসলাম সোহাগ একজন শিক্ষার্থী। গাড়ির মডেল জিক্সার এফআরএবিএস। গাড়ি নম্বর ঢাকা মেট্রো ল-৫৭-৯৮৭০।
এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম সোহাগ মোহাম্মদপুর থানায় একটি মামলা করা করেছেন। অভিযোগ পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি বাসার গেট দিয়ে ঢুকে এদিক সেদিক দেখে কৌশলে মোটরসাইকেলটি চালু করে। এরপর নিজেই গেট খুলে মোটরসাইকেল চালিয়ে চলে যায়।
মোহাম্মদপুর থানার এসআই ও তদন্ত কর্মকর্তা খোরশেদ বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি খতিয়ে দেখছি।
আমার বার্তা/এল/এমই