রাজধানীর ডেমরার বাঁশের পুল এলাকায় ছিনতাই করার সময় গণপিটুনিতে মোঃ শাকিল (২১) এক যুবক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত শাকিল চাঁদপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের মোঃ ইব্রাহিম মিয়ার ছেলে। বর্তমানে রায়েরবাজার এলাকায় ভাড়া থাকেন।
আজ বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন জানান, শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। আজ সকালের দিকে ডেমরা বাঁশের ফুল এলাকায় ছিনতাই করার সময় গণপিটুনির শিকার হন সে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগের ৪ নং ওয়ার্ডের তার চিকিৎসা চলছে।
তিনি আরো জানান চিকিৎসা শেষে শাকিল সুস্থ হলে থানায় নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমার বার্তা/এম রানা/জেএইচ