রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে প্রলোভন দেখিয়ে বিয়ে না করায় রোজিনা বেগম (৪০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ পাওয়া গেছে।
নিহত রোজিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আতাউর রহমানের মেয়ে।বর্তমানে শ্যামপুর থানার ধোলাইপাড় যুক্তিবাদী গলি এলাকায় থাকতেন।
শনিবার(১০ মে) দিবাগত রাত ১২টার দিকে ধোলাইপাড় যুক্তিবাদী গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় রাত দেড়টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা বিধান জানান,আমার খালু মোফাজ্জল হোসেনে সঙ্গে চার মাস আগে আমার খালার ডিভোর্স হয়ে যায়। আমার খালার সঙ্গে আগে থেকেই সুজন মাহমুদ নামে এক ব্যক্তির সম্পর্ক ছিল।সে আমার খালাকে বিয়ের কথা বলে, পরে তাকে বিয়ে না করে অত্যাচার করতো ।এমনকি জোরপূর্বক মাদক সেবন করাতো।এক পর্যায়ে আমার খালা এ সব সহ্য করতে না পেরে ঐ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান,আমার খালাকে বিয়েপ্রলোভন দেখিয়ে তাকে ভাগিয়ে নিয়ে বিভিন্ন অজুহাতে আমার খালাকে অত্যাচার করলে সে বাধ্য হয় আত্মহত্যা করতে। এই ঘটনায় অভিযুক্ত সুজন মাহমুদ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ