রাজধানীর মধ্য বাড্ডায় ‘ইউনিক পরিবহন’ নামের একটি বাসের ধাক্কায় মো. আবুল হোসেন (৪৬) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন নোয়াখালীর সেনবাগের মৃত মাখন মিয়ার ছেলে। তিনি গুলশান এলাকায় একটি বাসার সিকিউরিটি গার্ডের চাকরি করতেন এবং বর্তমানে মধ্য বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন স্বজনেরা।
আবুল হোসেনের মেয়ে সাথী আক্তার বলেন, ‘আমার বাবা গুলশান এলাকায় একটি বাসায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। রাতে মধ্য বাড্ডা থেকে বাইসাইকেল চালিয়ে লিংক রোড যাওয়ার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে আমার বাবা গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানা-পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/এমই