ই-পেপার শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

স্বৈরশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
আমার বার্তা অনলাইন:
২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২

এ বছরের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর একটি নতুন অধ্যায়ের জন্ম দিয়েছেন শিক্ষার্থীরা। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। জনতার সমর্থনে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পুরোদমে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘দিস স্টুডেন্টস আউস্টেড আ গভর্মেন্ট, নাউ দে আর রি-বিল্ডিং আ ডেমোক্রেসি’ শিরোনামে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, সম্প্রতি এক সন্ধ্যায় একটি বাণিজ্যিক ভবনের প্রথম তলায় নতুন অফিসে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা করছিলেন বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। মাত্র কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন এই তরুণরা। হাসিনার ১৫ বছরের শাসনামলে কর্তৃত্ববাদ, বর্বরতা এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল বাংলাদেশ। তার পতনের পর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থীরা। প্রক্রিয়াটি যত দীর্ঘ বা যত জটিলই হোক না কেন দেশের গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনর্গঠনে কাজ করে যাবেন তারা। দেশে এমন একটি ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে, যার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। এ ছাড়া আর কখনই যেন দেশ স্বৈরাচারের কবলে না পড়ে সে বিষয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রনেতারা।

২৬ বছর বয়সী তরুণ ছাত্রনেতা আরিফ সোহেল বলেছেন, আমাদের রাজনৈতিক শক্তি এখন খুবই তরল অবস্থায় আছে। ছাত্রদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ওপর জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেছেন, আমরা স্থিতিশীল এবং অগ্রগতিশীল একটি দেশ চাই।

নিউইয়র্ক টাইমস বলেছে, ৫৩ বছর আগে স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ কঠিন কাজ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে এ দায়িত্ব ন্যস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর। এদের মধ্যে রয়েছেন নিজের ক্যারিয়ারে সফল ব্যক্তিবর্গ এবং তরুণ ছাত্রনেতারা- যারা প্রচণ্ড ঝুঁকির মধ্যে ইতিহাস নির্মাণের ভার বহন করছেন।

শেখ হাসিনার আমলে নিপীড়িত একটি বৃহৎ রাজনৈতিক দল চাইছে কোনো রকম সংস্কার ছাড়াই আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচন দেওয়া হোক। এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে তেল, চালসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় চরম দুর্ভোগে জনগণ। অন্যদিকে ঢাকায় ক্রমাগত বিক্ষোভের ফলে ভোগান্তিতে রয়েছে রাজধানীবাসী। অন্যদিকে বাংলাদেশের হিন্দুদের ওপর কথিত হামলার খবরে প্রতিবেশী দেশ ভারতেও চরম উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি ইসলামের নামে চরমপন্থিদের উত্থানের আশঙ্কাতেও রয়েছে বাংলাদেশ। যদিও অল্প সময়ের মধ্যে পুরনো ব্যবস্থার উৎখাত হয়েছে- তবে সংস্কারের জন্য সময়ের প্রয়োজন। এক্ষেত্রে সরকারের দায়িত্বে থাকা ছাত্রনেতারা হয়তো কোনো বিলাসী জীবন পাবেন না।

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার চলছে। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরের সময় উল্লেখ করে মাহফুজ বলেন, নতুন সরকারের প্রথম দুই মাস কিছু স্থবিরতা ছিল। কেননা, তখন সরকারকে আইনশৃঙ্খলার ওপর বাড়তি নজর দিতে হয়েছে। তবে বর্তমানে সংস্কার কাজ চলছে এবং অর্থনীতি স্থিতিশীল হয়ে উঠছে বলে জানিয়েছেন তরুণ এই ছাত্রনেতা। জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ধারণার জন্য বেশ পরিচিত ২৬ বছর বয়সী মাহফুজ। কেননা আন্দোলনের আগেই ‘ফ্যাসিবাদী শাসনের বিলুপ্তি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ ধারণাটি উপস্থাপন করেছিলেন তিনি। রক্ষণশীল মুসলিম সমাজের এই দেশে ছাত্রনেতারা বাম ঘরানার বিপ্লবী রাজনীতির ভাষার প্রতি ঝুঁকে পড়েছেন।

মাহফুজ বলেন, বর্তমানে নির্বাচনি বিধিমালা হালনাগাদের মতো দৃশ্যমান স্বল্পমেয়াদি সংস্কারের ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আরও অনেক সংস্কার রয়েছে, যেমন- সরকারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা। তবে এক্ষেত্রে আরও সময় প্রয়োজন। তিনি বলেছেন, দেশের ১৭ কোটি ১০ লাখ মানুষের প্রায় ৮০ শতাংশই কর্মক্ষম, সকলের কর্মসংস্থান তৈরিতে সময়ের প্রয়োজন। এর আগে এক সাক্ষাৎকারে ক্ষুদ্রঋণের জন্য বিখ্যাত ৮৪ বছরের ড. ইউনূস বলেছেন, জনগণের পূর্ণ সমর্থনেই তার সরকার গঠিত হয়েছে। সংস্কারে ধীরগতির জন্য তার সরকারের সমালোচনার জবাবে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, কয়েক বছর সময় লাগলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্ররা সক্ষম।

>> একটি ‘নৈতিক দায়িত্ব’

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদারের নাম টেলিভিশনে ঘোষণা করেন ড. ইউনূস। এর মাত্র কয়েক মিনিট আগে কমিশনের প্রধান হওয়ার বিষয়ে জানতে পারেন বদিউল আলম মজুমদার। তিনি অর্থনীতিবিদ ও মানবাধিকার কর্মী। বয়স ৭৮ বছর। তিনি একজন নির্বাচন বিশেষজ্ঞ। একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ। তাকে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বরে মোট ছয়টি সংস্কার কমিশন গঠন করেন ড. ইউনূস। যেগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা বেশির ভাগই শিক্ষাবিদ, সরকার এবং নাগরিক সমাজের বিশেষজ্ঞ। তাদের সঙ্গে ছাত্রনেতারাও যুক্ত রয়েছেন। তবে এসব কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে বাদ দেয়া হচ্ছে। ডিসেম্বরের শেষের দিকে পুলিশ এবং বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং দুর্নীতি হ্রাস ও জনপ্রশাসনের উন্নয়নের বিষয়ে সুপারিশ দেবে সংশ্লিষ্ট কমিশনগুলো। অন্তর্বর্তী সরকার বড় আইডিয়া দিতে চাইছে। তারা মনে করে ব্যাপক সংস্কার করতে হবে। কারণ জনগণ এবং রাজনীতিবিদদের তরফ থেকে এই ব্যাপক পরিবর্তনে তাদের প্রতি সমর্থন আছে। তারাই পরবর্তী সরকারে নেতৃত্ব দেবে।

বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এমন পদক্ষেপ বিবেচনা করছে, যেন বাংলাদেশি প্রবাসীরাও ভোট দিতে পারেন। এ ছাড়া ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে তারা নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করছেন। ই-মেইলের মাধ্যমে নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশের জনগণ। সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার দাবি উঠেছে।

বদিউল আলম বলেন, একটি প্রতিষ্ঠান বা কার্যালয় পরিচালনার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সেটা তারাই (জনগণ) ভালো বুঝবেন। তবে আমি মনে করি উচ্চশিক্ষিত মানুষও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং খারাপ হতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ইফতেখারুজ্জামান। তিনি কয়েক দশক ধরে দেশের অবৈধ অর্থের প্রবাহের ওপর খেয়াল রাখছেন। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার জন্য তাকেই দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি মনে করেন সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত। ইফতেখারুজ্জামান বলেন, এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো থেকে বাজে লোক অপসারণ হয় এবং যোগ্য লোকের কাজের জায়গা তৈরি হয়। তবে এই কাজটি বেশ কঠিন বলে মনে করেন তিনি।

ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, গ্রীষ্মে ছাত্র-জনতার বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছেন শেখ হাসিনা। এতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশকে সাহায্য করা নিজের ‘নৈতিক দায়িত্ব’ বলে উল্লেখ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। শূন্য সংসদ ভবনে কাজ করার সময় নিউইয়র্ক টাইমসকে আলী রীয়াজ বলেন, তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংবিধানকে ‘সমতা, মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের’ ভিত্তি হিসেবে রচনা করা। বাংলাদেশের জনগণের আশার উপরেই জোর দিতে চান তিনি। কয়েক ডজন সংশোধনীর মাধ্যমে সংবিধানকে স্বৈরাচারী ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন হাসিনা। সংবিধান পুনর্লিখন হবে নাকি সংশোধন করা হবে- এমন বিতর্ককে স্বাগত জানিয়েছেন ডা. আলী রীয়াজ। তবে যারা হাসিনার ‘অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসনের’ অংশ ছিলেন বা ওই শাসনকে বৈধতা দিয়েছেন তাদের ব্যাপারে সতর্ক রয়েছেন তিনি। এক্ষেত্রে আলী রীয়াজ যুক্তি দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি পুনর্গঠিত হয়েছে- তখন নাৎসিদের সঙ্গে কী কথা বলা হয়েছিল?

>> চতুর্মুখী চাপ

ভারত এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ায় ফাঁপরে পড়ে যান বাংলাদেশের একজন আইনজীবী এবং হিন্দু নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আগস্টে শেখ হাসিনা পালিয়ে দিল্লি যাওয়ার পর থেকে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে। কেননা, হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন- তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধটি পেয়েছেন। তবে এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। সাম্প্রতিক একটি ইউটিউব ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশি হিন্দুদের কথিত ‘গণহত্যার’ জন্য ড. ইউনূসকে দায়ী করেছেন। হাসিনার সঙ্গে ভারত সরকারের উগ্রপন্থি সমর্থকরাও একই দাবি করেছেন। তবে আইনজীবী প্রামাণিক এ ধরনের অভিযোগকে ‘রাজনৈতিক’ বলে উড়িয়ে দিয়ে বলেন, সহিংসতার সময় হিন্দুদেরকে আলাদা করে বেছে বের করা হয়নি। এই সহিংসতায় বাংলাদেশে কয়েক শত মানুষ নিহত হয়েছেন। ড. ইউনূসের সরকার যে বার্তা দিয়েছে তিনি তার কাছাকাছিই রয়েছেন। বাংলাদেশের শতকরা প্রায় ৯ ভাগ মানুষ হিন্দু। তিনি আশা করেন, দেশ পুনর্গঠনের আলোচনার টেবিলে এই জনসংখ্যার প্রতিনিধিত্ব থাকা উচিত। তবুও ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। যেমন- গত মাসে রাষ্ট্রদ্রোহের মামলায় একজন হিন্দু সন্ন্যাসীকে আটক করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় পতাকার অসম্মান করায় তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। তবে ভারত দাবি করেছে হিন্দুদের সুরক্ষার বৈধ দাবি জানানোর ফলে হিন্দু নেতাকে গ্রেপ্তার করেছে অন্তর্বর্তী সরকার। এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের অস্থিরতার বৃহৎ কারণ হচ্ছেন শেখ হাসিনা। ভারতে হাসিনা থাকতে চান, থাকুন। তবে তিনি যেন বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করেন- সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইউনূস। এরপর থেকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন উভয় দেশের কর্মকর্তারা। এ মাসের শুরুতে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সে সময় তিনি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকাকে তিনি অবহিত করেন যে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বিগ্ন ভারত। আওয়ামী লীগকে উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন যে, যেকোনো রাজনৈতিক দলের ঊর্ধ্বে এ দুই দেশের সম্পর্ক।

অন্তর্বর্তী সরকারের জন্য আরেকটি চাপ হচ্ছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)। সংস্কার কমিশন থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শেখ হাসিনার ঘোর শত্রু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পরিচালিত দলটি। বিএনপি বলছে, সংস্কার বা নির্বাচনের রোডম্যাপ প্রদানে খুব ধীরগতি দেখাচ্ছেন ড. ইউনূস। যদিও গত সপ্তাহে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন তিনি। প্রস্তাবিত সংস্কারের উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের মাঝামাঝিতে হতে পারে বলে জানিয়েছেন ড. ইউনূস।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া উচিত। কেননা, অনির্বাচিত সরকার বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি ঢাকা এবং অন্যান্য শহরে ক্রমবর্ধমান সংঘর্ষ এবং বিক্ষোভের দিকে ইঙ্গিত করেন, যেসব বিক্ষোভের মধ্যে অটোরিকশা চালকদের আন্দোলনও ছিল।

এ ছাড়া দুই অঙ্কের মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য একটি অতিরিক্ত চাপ। সম্প্রতি এক সকালে ঢাকায় একটি সরকারি ট্রাকের সামনে শতাধিক নাগরিককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে কম মূল্যে তেল, চাল এবং সবজি ক্রয় করছিলেন তারা। লাইনে দাঁড়িয়ে থাকা নাসিমা নামের একজন নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ‘এখান থেকে পর্যাপ্ত পরিমাণে পণ্য নেয়া যায়, তবে আমি যদি বাজার থেকে এসব নিতে চাই তাহলে দ্বিগুণ দাম পড়বে।’

>> ছাত্রনেতাদের ভবিষ্যৎ

সংসদ ভবনের একটি কোণে হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ওপর রচিত বইয়ের বিশাল এক স্তূপ দেখা যায়। শহর জুড়ে প্রায় ৩৫ হাজার বই রয়েছে, যার প্রতিটিই শেখ মুজিবের জীবনী গ্রন্থ। দীর্ঘদিন ধরেই হাসিনার পিতাকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে দেখা হয়। তবে ছাত্র-জনতার বিক্ষোভের সময় হাসিনার তৈরি করা তার পিতার মূর্তি অপসারণ করে বিক্ষোভকারীরা। ছাত্রদের উদ্ধৃত করে ড. আলী রীয়াজ বলেছেন- তিনি কোনো দেবতা নন। বিক্ষোভের সময় যে ভাঙচুর হয় তা এখন থেমে গেছে। শিক্ষার্থীরা পুনরায় তাদের পড়ালেখা এবং ক্যারিয়ারের দিকে মনোযোগী হয়েছেন। সংস্কার কমিশনে থাকা একমাত্র নারী শিক্ষার্থী নিশাত জামান নিহা বলেছেন, তিনি সুযোগ পেলেই উচ্চশিক্ষার জন্য পড়াশুনা শুরু করবেন। এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারীদের একজন মাহফুজ আলম বলেছেন, দায়িত্ব শেষে পুনরায় তিনি তার আগ্রহের জায়গা ভাষা এবং ইতিহাসের কাজে ফিরে যাবেন। তবে তারা বর্তমানে দেশের নতুন রাজনৈতিক কৌশল বিনির্মাণে কাজ করছেন। সূত্র: নিউইয়র্ক টাইমস

আমার বার্তা/এমই

কাকরাইল মসজিদে তাবলীগ কার্যক্রম চালাতে পারবেন না সাদপন্থিরা

রাজধানীর কাকরাইল মসজিদে রাত যাপনসহ তাবলীগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির

সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে তিন মন্ত্রণালয়ের কমিটি

সচিবালয়ের অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী

উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন উচ্চ

হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে: হাসনাত

সাম্প্রতিক সব ষড়যন্ত্র সম্পর্কে দীর্ঘ স্টাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২৬ ডিসেম্বর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আমিরুল ইসলাম জীবনের পিতৃবিয়োগ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার পেলেন (ওসি) মো. রফিকুল ইসলাম

শ্রমিক দলের কমিটি অনুমোদন ও সালাম পিন্টুর মুক্তিতে নাগরপুরে র‌্যালি

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

সেন্টমার্টিন থেকে ফেরার পথে আটকা পড়ছে এম ভি গ্রীনলাইন জাহাজ

নাসিরনগরে ৫ 'শতাধিক' মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নাসিরনগরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩

বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ

কাকরাইল মসজিদে তাবলীগ কার্যক্রম চালাতে পারবেন না সাদপন্থিরা

সরাইলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

রাজধানীতে তালাবদ্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরি করবে চীন

আগামী নির্বাচন আনুপাতিক হারে হতে হবে: জামায়াতের আমির

ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

সচিবালয়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে তিন মন্ত্রণালয়ের কমিটি

উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে

হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে: হাসনাত

সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার

আইনজীবীকে জামিন শুনানি করতে দিলেন না কামরুল ইসলাম