রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর ডিএসসিসি স্টাফ কোয়ার্টার এলাকায় সামনে অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সালমা বেগম বলেন, আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি অনেক লোক জড়ো হয়ে আছে। তাকিয়ে দেখি জিন্সের প্যান্ট ও বেগুনি রংয়ের বোরকা পরা এক তরুণী রাস্তার উপর ছটফট করছে। অনেকেই ভিডিও করছিল কিন্তু কেউই ওই অসুস্থ তরুণীর সাহায্যে এগিয়ে আসেনি। পরে আমরা জাতীয় জরুরি সেবায় (৯৯৯) ফোন দিলে পুলিশ জানায় তাকে হাসপাতালে নিয়ে যান। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা ওই তরুণীর কাছে মোবাইল ফোন বা কারো সাথে যোগাযোগ করার কোন মাধ্যম পাইনি। প্রাথমিকভাবে আমরা ওই তরুনীর নাম পরিচয় জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/এমই