ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ডাকসুতে কোন ছাত্রসংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। সুতরাং কোন দলকে বেশি সুযোগ দেয়ার অপশন নেই।
বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জসীম উদ্দিন বলেন, আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে আনুষ্ঠানিক কোন অভিযোগ নেই। প্রাথমিকভাবে একজন প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
এদিকে শেষ দিনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন পদে নিজেদের মনোনয়ন ফরম জমা দেন। এবার ডাকসুতে ভিপি, জিএসসহ বিভিন্ন পদে ৬৫৮ জন, আর হল সংসদে এক হাজার ৪২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যেই প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির বেশ কয়েকটি ছাত্র সংগঠন।
ডাকসু নির্বাচনের ভোটার সংখ্যা ৩৯ হাজার। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।
আমার বার্তা/এল/এমই