জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দিনব্যাপী ডিবেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬টি দলে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ১০৮ জন বিতার্কিক অংশ নিয়েছেন।
আজ শুক্রবার (২৩ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়।
এসময় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো রইছ উদ্দীন এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড মোহাম্মদ নুরুল্লাহ।
ডিবেটিং সোসাইটি সূত্রে জানা যায়, এই বিতর্ক প্রতিযোগিতায় ৩৬টি দল অংশ নেয়। প্রতিটি দলে ৩জন করে বিতার্তিকসহ বিভিন্ন বিভাগের ১০৮ জন শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এছাড়া বাইরের বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন বেশিরভাগ বিচারক। বাইরের বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত ৪০-এর বেশি বিচারক বিতর্কের বিচারকার্য পরিচালনা করেন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজেসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, শিক্ষার্থীদের অত্যান্ত প্রাণবন্ত উপস্থিতি, যুক্তির তুখোড় বাণে একে অপরকে প্রশ্নবিদ্ধ করা, নিজের শক্ত অবস্থান তুলে ধরা সহ, সর্বোপরি অসাধারণ চমৎকার একটি আয়োজন হয়েছে বলে আমি মনে করি। এরকম আয়োজন নিয়মিত হওয়ার প্রত্যাশা করি।
ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মোবাশ্বির বলেন, প্রথম তিন রাউন্ড ট্যাব, তারপর অক্টো,কোয়ার্টার ও সেমি ফাইনাল। সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬টি দল অক্টোফাইনালে উত্তীর্ণ হবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ সেমফিাইনাল পর্যন্ত বিতর্ক হবে, ঈদের পর হবে ফাইনাল।'
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবন, অবকাশ ভবন এবং শহীদ সাজিদ ভবনের নিচতলায় মোট ১৮টি ভেনুতে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, 'টুর্নামেন্টের পরিসর বড় হওয়ায় বিচারকের সংখ্যাও বেশি রাখা হয়েছে। মান বজায় রাখতে বাইরের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ বিতার্কিকদের বিচারক হিসেবে নেওয়া হয়েছে।'
আমার বার্তা/জেএইচ