ই-পেপার শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গরু ও খাসির মাংসের দাম আকাশ ছোঁয়া, ক্রেতারা ঝুঁকছেন মুরগিতে

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৫, ১১:৩৬
আপডেট  : ২৩ মে ২০২৫, ১২:২৩

রাজধানীর বাজারগুলোতে গরু ও খাসির মাংসের দাম অনেকটাই আকাশছোঁয়া। এদিকে মাছের বাজারেও দামের উত্থান-পতনে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণিতে একমাত্র স্বস্তির জায়গা হয়ে উঠেছে মুরগির বাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাজারে ব্রয়লার, সোনালি কিংবা দেশি সব ধরনের মুরগির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় ভোক্তাদের বড় অংশ এখন মুরগিতেই নির্ভর করছেন। কেউ কেউ আবার বেশি করে কিনে ফ্রিজে সংরক্ষণও করছেন।

শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর বনশ্রী, রামপুরা এবং মালিবাগ এলাকার বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আজকের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস মিলছে ১,২৫০ টাকায় এবং ছাগলের মাংস ১,১০০ টাকা কেজি। এসব দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। অনেকে বাজারে এসে গরুর মাংসের দোকান ঘুরে শেষ পর্যন্ত ফিরে যাচ্ছেন মুরগির দিকে।

আজকের বাজারে একটু স্বস্তিজনক অবস্থা বিরাজ করছে মুরগির মাংসে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি ২৫০–২৬০ টাকা, সাদা ও লাল লেয়ার ২৫০–২৬০ টাকা, দেশি মুরগি ৫৫০–৬০০ টাকা এবং হাঁস প্রতি পিস ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আজকের বাজারে মাছের দামে কিছুটা বৈচিত্র্য দেখা গেছে। কিছু মাছের দাম পূর্বের ন্যায় স্থিতিশীল থাকলেও কিছু মাছের দামে উত্থান-পতন রয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া আর পাঙাশ ছাড়া অধিকাংশ মাছের দাম এখনও উচ্চ। বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা, কাতল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৮০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, চাষের শিং ৪০০-৪৫০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা এবং কোরাল মাছ ৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এছাড়াও আজকের বাজারে প্রতি কেজি বোয়াল ৬০০ থেকে ৭০০ টাকা, পোয়া ৪০০ টাকা, আইড় ৭০০ থেকে ৭৫০ টাকা, দেশি কৈ ৮০০ টাকা থেকে ১০০০ টাকা ও দেশি শিং ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ছোটবেলা থেকেই মাছে-ভাতে বড় হয়েছি, এখন মাছ কিনতে গেলে মাসের বাজেট উল্টে যায়। দেশে মাছের উৎপাদন বাড়লেও দাম কমছে না, বরং দিনে দিনে আরও নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন কথা হলো,দেশে এত মাছ চাষ হয়, তাও দাম কমে না কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে?

পাশেই দাঁড়িয়ে থাকা চাকরিজীবী ফারজানা বলেন, খুচরা বিক্রেতারা একসময় কম দামে গরুর মাংস বিক্রি করলেও এখন ‘সিন্ডিকেটের চাপে’ পেছিয়ে গেছেন। আর খুচরা বিক্রেতারা দায় দিচ্ছেন পাইকারদের কাঁধে।

তিনি বলেন, এক কেজি গরুর মাংস নিয়েছি ৮০০ টাকায়। দাম কিছুটা বেশিই মনে হচ্ছে। কিন্তু কিছু তো করার নেই। কিছুদিন পরই ঈদ আসছে, জানি না দাম এখানেই থাকে, নাকি আরও বেড়ে যায়।

ক্রেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মুরগির দাম এখনও সহনীয়। গরুর মাংসের দিকে তাকাতেও পারি না। তাই একটু বেশি করে মুরগির মাংস কিনে নিয়েছি। আমার মতো আরও অনেকেই নিচ্ছে। বলা তো যায় না, ঈদ উপলক্ষ্যে হয়ত আবারও দাম বেড়ে যাবে।

এদিকে খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন, দাম বাড়া-কমার পেছনে তাদের কোনো অবদান নেই। পাইকারি বাজার থেকে কমে কিনতে পারলে কমেই বিক্রি সম্ভব, যার প্রমাণ ব্রয়লার মুরগি।

মুরগি বিক্রেতা বলেন, মুরগির মাংস এখন ভরসার জায়গা। দামও কম, তাই চাহিদা বেশি। মাসখানেক আগেও ব্রয়লার ২০০ টাকার বেশি বিক্রি করেছি। কিন্তু এখন বিক্রি করতে হচ্ছে ১৭০ টাকাতে। কেজিতে দাম ৩০/৪০ টাকা পর্যন্ত কমে গেছে। প্রতি মুরগিতে কোন রকম খরচটা উঠতেছে।

আমার বার্তা/এল/এমই

অনেকে সমালোচনা করেন, অথর্ব বলেন, এটা ভালো ইম্প্রেশন দেয় না

প্রধান উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেকে আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন। সমালোচনা

বাজারে কমেছে সবজির দাম

সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে কিছুটা স্বস্তি বিরাজ করছে। দু-য়েকটা সবজি ছাড়া অন্যগুলোর দাম প্রায়

ফার্স্টট্রিপ অর্জন করলো টপ বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪

দেশের অন্যতম শীর্ষ ট্রাভেল টেক প্রতিষ্ঠান ফার্স্টট্রিপ অর্জন করলো, এয়ার অ্যাস্ট্রার “টপ বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিকে স্বাগত জানিয়ে ৪ দাবিতে অটল ঐক্য পরিষদ

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিকে সাধুবাদ জানালেও চার দাবি আদায়ে অটল অবস্থানে আছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।  বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেকে সমালোচনা করেন, অথর্ব বলেন, এটা ভালো ইম্প্রেশন দেয় না

সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যে ২৪ রাজনীতিবিদ

বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থী নিহত

ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে আহতদের দায়িত্ব নেবে বিএনপি: রিজভী

রাবির সেই শিক্ষককে বরখাস্ত, ছাত্রীকে বহিষ্কার

ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান

আমরা আপনাদের পদত্যাগ চাই না, প্রধান উপদেষ্টাকে ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

জুলাই বিদ্রোহের পর গত রাতটি ছিল অন্যতম কঠিন: তাসনিম জারা

তুরস্কে ৬৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী তৈয়্যব

চার দাবিতে বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি : রিজওয়ানা হাসান

খুলনায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না : শেহবাজ

আড়ং-এ চাকরির সুযোগ, আবেদন ৩১ মে পর্যন্ত

সেনাবাহিনী পরিচালিত স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

বাজারে কমেছে সবজির দাম