ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

পুরানের দেখানো পথে আরও অনেকেই হাঁটবেন: স্যামির আশঙ্কা

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৫:২৮
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৫:৩৪

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে কি তবে নতুন করে ফের ধাক্কা লাগতে যাচ্ছে? তেমন শঙ্কাই প্রকাশ করেছেন তাদের কোচ ড্যারেন স্যামি। দিনদুয়েক আগে মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক অধিনায়ক নিকোলাস পুরান। স্যামির মতে, আগামী দিনগুলোতে ক্যারিবীয়দের জাতীয় দলের মর্যাদার জন্য খেলার জন্য উৎসাহিত করাটাই তার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।

গত সোমবার (৯ জুন) সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান নিকোলাস পুরান। ২৯ বছর বয়সী এই বিস্ফোরক ব্যাটার ক্যারিবীয়দের হয়ে কখনোই টেস্ট খেলেননি। সবশেষ ওয়ানডেও খেলেছেন দুই বছর আগে। তবে টি-টোয়েন্টিতে পুরানই ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ৮ মাস আগে তার অবসরের ঘোষণায় কেউ কেউ অবশ্য অবাক হচ্ছেন না কারণ তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর অতিআকাংক্ষিত খেলোয়াড়দের একজন।

২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো স্যামি বর্তমানে ক্যারিবীয়দের কোচের দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, পুরান অবসরের ঘোষণা দেয়ার আগেই তাকে ছাড়া দল সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন।

গত মঙ্গলবার (১০ জুন) রাতে ইংল্যান্ডের কাছে টানা ষষ্ঠ হারের পর তিনি বলেন, 'আমার অবচেতন মন আমাকে বলছিল এ রকম কিছু হতে পারে। নিকোলাস আমাকে একটা লিখিত বার্তা পাঠিয়েছিল এবং তার এজেন্টের সঙ্গে আমার কথোপকথন হয়...যখন আমরা যুক্তরাজ্য সফর নিয়ে প্রথম কথা বলি এবং তার সঙ্গে আমার যখন কথা হয়, আমি জিজ্ঞেস করি, "তোমাকে কি শুধু যুক্তরাজ্য সফরের জন্যই পাওয়া যাবে না নাকি অনির্দিষ্টকালের জন্য?" এবং তার প্রতিক্রিয়া থেকেই আমি বুঝতে পারি সবচেয়ে বাজে ঘটনার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।'

তিনি আরও বলেন, 'সাধারণত, তার মতো প্রতিভাকে আমার দলে পেতে ভালো লাগবে। কিন্তু আমি কারো ক্যারিয়ার নিয়ন্ত্রণ করতে পারি না বা করতে চাইও না...আমি তাকে শুভকামনা জানিয়েছি, সে দলকে শুভকামনা জানিয়েছে। এখন সামনে তাকাতে হবে, এখন থেকে নিকোলাস পুরানকে ছাড়াই খেলার পরিকল্পনা সাজাতে হবে। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সম্মান জানাতে হবে যে, সে আমাদের আগেভাগে বলেছে যে কারণে আমরা তাকে ছাড়া পরিকল্পনা সাজানোর পর্যাপ্ত সময় পাচ্ছি।'

স্যামি যখন পুরানের অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখোমুখি হন, তখন তিনি জানান যে, সাউদাম্পটনে মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচের আগে দলের মিটিংয়ে তিনি তার খেলোয়াড়দের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপানো নিয়ে নিজের গর্বের কথা শেয়ার করেছিলেন।

তিনি বলেন, 'আমি অবাক হইনি, আমি আজ দলীয় মিটিংয়ে ছেলেদের একটা কথা বলেছিলাম; আমাদের হাতে কিছুই নেই। এটা প্রত্যেক ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। আমি ২০০৪ সালে এই মাঠেই প্রথম ম্যাচ খেলি, আর আজকে আমি গ্যালারিতে সেই একই মানুষদের দেখছি, যারা ২১ বছর আগেও এখানে ছিল। তারা এখনও আসে, খাবার নিয়ে আসে, ঠিক আগের মতোই। তারা এসব করে আসছে বহু আগে থেকেই...স্যার ভিভ রিচার্ডস এবং অন্যদের সময় থেকেই।'

স্যামি এ সময় ভবিষ্যদ্বাণী করেন যে, পুরানের দেখানো পথে সামনের দিনে আরও অনেক খেলোয়াড় ক্যারিয়ারের অল্প বয়সেই একই পথে হাঁটতে পারেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে অবসর নেয়া দুই প্রোটিয়া খেলোয়াড়ের উদাহরণ টানেন, যারা ত্রিশের কোটার শুরুর দিকেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন।

স্যামির ভাষায়, 'আমি মোটামুটি নিশ্চিত সামনের দিনে আরও অনেকেই এই পথে হাঁটবেন। এটাই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গা থেকে আসা আমাদের জন্য ব্যাপারটা আরও কঠিন। আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই, খেলোয়াড়দের ওয়েস্ট ইন্ডিজের প্রতীকের জন্য খেলতে উৎসাহিত রাখা—তা খুবই কঠিন। তাই আমি অবাক হই না।'

'সবাই দেখছেন হাইনরিখ ক্লাসেন, কুইন্টন ডি ককের মতো খেলোয়াড়দের নিয়ে কথা বলা হচ্ছে। তারা তো অবসরই নিয়ে নিয়েছে। এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে।'–স্যামি যোগ করেন।

আমার বার্তা/এল/এমই

দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি

দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও

এশিয়া কাপে চ্যাম্পিয়নদের সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে এক জমকালো অনুষ্ঠানে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে

বিপিএল ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না: বুলবুল

বিপিএল আয়োজন নিয়ে বেশ তোড়জোড় চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বেশ কয়েকটি মিটিংও ইতোমধ্যে অনুষ্ঠিত

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফেমিনিনার ফাইনালে কলম্বিয়া

গত বছর জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এক বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

ধর্মপাশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভা

এমন অবস্থা তৈরি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায়: ফখরুল

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭৭৬৭ কোটি টাকা

ইসিকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য পদক্ষেপ নিতে বলল এনসিপি

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযান, বাধা দেওয়ায় আটক ৪

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের সঙ্গে জরিমানাও বসালেন ট্রাম্প

সাংবাদিক কাজী সাইফুলের বাবার মৃত্যুতে কুমারখালী প্রেসক্লাবের শোক প্রকাশ

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম

রূপগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগ

কয়েকজনের হাতে ক্ষমতা তুলে দিতে জনগণ আন্দোলন করেনি

দুই ভারতীয়র বাংলাদেশি এনআইডি নিয়ে পঞ্চগড়ে চাঞ্চল্য

গাজীপুরে ৯ অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গত শতাব্দীর পদধ্বনি শুনতে পাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে

জুলাইয়ের বর্বরতা কারবালাকেও হার মানিয়েছে: তারেক রহমান

গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুনীর রহস্যজনক মৃত্যু

কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে নাটা: সাইফুল আজম

সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা শিক্ষার্থীদের