ই-পেপার রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পুরানের দেখানো পথে আরও অনেকেই হাঁটবেন: স্যামির আশঙ্কা

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৫:২৮
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৫:৩৪

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে কি তবে নতুন করে ফের ধাক্কা লাগতে যাচ্ছে? তেমন শঙ্কাই প্রকাশ করেছেন তাদের কোচ ড্যারেন স্যামি। দিনদুয়েক আগে মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক অধিনায়ক নিকোলাস পুরান। স্যামির মতে, আগামী দিনগুলোতে ক্যারিবীয়দের জাতীয় দলের মর্যাদার জন্য খেলার জন্য উৎসাহিত করাটাই তার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।

গত সোমবার (৯ জুন) সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান নিকোলাস পুরান। ২৯ বছর বয়সী এই বিস্ফোরক ব্যাটার ক্যারিবীয়দের হয়ে কখনোই টেস্ট খেলেননি। সবশেষ ওয়ানডেও খেলেছেন দুই বছর আগে। তবে টি-টোয়েন্টিতে পুরানই ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ৮ মাস আগে তার অবসরের ঘোষণায় কেউ কেউ অবশ্য অবাক হচ্ছেন না কারণ তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর অতিআকাংক্ষিত খেলোয়াড়দের একজন।

২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো স্যামি বর্তমানে ক্যারিবীয়দের কোচের দায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন, পুরান অবসরের ঘোষণা দেয়ার আগেই তাকে ছাড়া দল সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন।

গত মঙ্গলবার (১০ জুন) রাতে ইংল্যান্ডের কাছে টানা ষষ্ঠ হারের পর তিনি বলেন, 'আমার অবচেতন মন আমাকে বলছিল এ রকম কিছু হতে পারে। নিকোলাস আমাকে একটা লিখিত বার্তা পাঠিয়েছিল এবং তার এজেন্টের সঙ্গে আমার কথোপকথন হয়...যখন আমরা যুক্তরাজ্য সফর নিয়ে প্রথম কথা বলি এবং তার সঙ্গে আমার যখন কথা হয়, আমি জিজ্ঞেস করি, "তোমাকে কি শুধু যুক্তরাজ্য সফরের জন্যই পাওয়া যাবে না নাকি অনির্দিষ্টকালের জন্য?" এবং তার প্রতিক্রিয়া থেকেই আমি বুঝতে পারি সবচেয়ে বাজে ঘটনার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।'

তিনি আরও বলেন, 'সাধারণত, তার মতো প্রতিভাকে আমার দলে পেতে ভালো লাগবে। কিন্তু আমি কারো ক্যারিয়ার নিয়ন্ত্রণ করতে পারি না বা করতে চাইও না...আমি তাকে শুভকামনা জানিয়েছি, সে দলকে শুভকামনা জানিয়েছে। এখন সামনে তাকাতে হবে, এখন থেকে নিকোলাস পুরানকে ছাড়াই খেলার পরিকল্পনা সাজাতে হবে। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সম্মান জানাতে হবে যে, সে আমাদের আগেভাগে বলেছে যে কারণে আমরা তাকে ছাড়া পরিকল্পনা সাজানোর পর্যাপ্ত সময় পাচ্ছি।'

স্যামি যখন পুরানের অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখোমুখি হন, তখন তিনি জানান যে, সাউদাম্পটনে মঙ্গলবারের টি-টোয়েন্টি ম্যাচের আগে দলের মিটিংয়ে তিনি তার খেলোয়াড়দের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপানো নিয়ে নিজের গর্বের কথা শেয়ার করেছিলেন।

তিনি বলেন, 'আমি অবাক হইনি, আমি আজ দলীয় মিটিংয়ে ছেলেদের একটা কথা বলেছিলাম; আমাদের হাতে কিছুই নেই। এটা প্রত্যেক ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। আমি ২০০৪ সালে এই মাঠেই প্রথম ম্যাচ খেলি, আর আজকে আমি গ্যালারিতে সেই একই মানুষদের দেখছি, যারা ২১ বছর আগেও এখানে ছিল। তারা এখনও আসে, খাবার নিয়ে আসে, ঠিক আগের মতোই। তারা এসব করে আসছে বহু আগে থেকেই...স্যার ভিভ রিচার্ডস এবং অন্যদের সময় থেকেই।'

স্যামি এ সময় ভবিষ্যদ্বাণী করেন যে, পুরানের দেখানো পথে সামনের দিনে আরও অনেক খেলোয়াড় ক্যারিয়ারের অল্প বয়সেই একই পথে হাঁটতে পারেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে অবসর নেয়া দুই প্রোটিয়া খেলোয়াড়ের উদাহরণ টানেন, যারা ত্রিশের কোটার শুরুর দিকেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন।

স্যামির ভাষায়, 'আমি মোটামুটি নিশ্চিত সামনের দিনে আরও অনেকেই এই পথে হাঁটবেন। এটাই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গা থেকে আসা আমাদের জন্য ব্যাপারটা আরও কঠিন। আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই, খেলোয়াড়দের ওয়েস্ট ইন্ডিজের প্রতীকের জন্য খেলতে উৎসাহিত রাখা—তা খুবই কঠিন। তাই আমি অবাক হই না।'

'সবাই দেখছেন হাইনরিখ ক্লাসেন, কুইন্টন ডি ককের মতো খেলোয়াড়দের নিয়ে কথা বলা হচ্ছে। তারা তো অবসরই নিয়ে নিয়েছে। এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে।'–স্যামি যোগ করেন।

আমার বার্তা/এল/এমই

দুর্দান্ত মেসির উড়ন্ত ফর্ম, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল

বয়সের অঙ্কটা ৩৮ পেরিয়েছে কিছুদিন আগে, তার কোনো ছাপই যেন রাখতে চাচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

একেবারে একপেশে এক ফাইনালে ইতিহাস গড়ে প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের তারকা ইগা

আড়াই ঘণ্টার সভায় কোচ-ম্যাচ কোনো সিদ্ধান্তই হয়নি

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্টের জন্য ভারত প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশ এখনো কোচই

২০ নম্বর জার্সিকে অবসরে পাঠাল লিভারপুল

দিয়োগো জোটার জার্সি যে অবসরে পাঠানো হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিল লিভারপুল। গাড়ি দুর্ঘটনায় প্রাণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

টানা বৃষ্টিতে মাঠে পানি জমে পচে যাচ্ছে মরিচ গাছ

বিমানবন্দরে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত মোটরসাইকেল চালকের মৃত্যু

সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে: জাতীয় পার্টি

চট্টগ্রামে আন্দোলনে হামলা, সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

মৌলভীবাজারে এনসিপির জেলা সমন্বয় কমিটি ঘোষণা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে হবে চলচ্চিত্র প্রদর্শনী-কনসার্ট

ভূমি উন্নয়ন কর আদায়ে এসিল্যান্ডদের আরও উদ্যোগী হতে বললেন উপদেষ্টা

রাশিয়ার গৃহীত সব পদক্ষেপকে ‘নিঃশর্ত সমর্থন’ করতে প্রস্তুত কিম জং উন

জাহাজের সবাই মুসলিম: হুথির হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নাবিকদের

শিবচরে নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

চলতি সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

পদত্যাগ করতে পারেন এফবিআইর প্রধান কাশ প্যাটেল: রিপোর্ট

পিএসসি সংস্কার দাবিতে চাকরি প্রত্যাশীদের ১১ দফা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

এশিয়ান পেইন্টস ‘কালার নেক্সট-২০২৫’: ‘কার্ডিনাল’ হলো নতুন বছরের রঙ

এনবিআরের দুই বিভাগে সচিব নিয়োগে হবে নতুন নীতিমালা: জ্বালানি উপদেষ্টা

বিতর্কিত ৩ নির্বাচন তদন্তে যেসব বিষয়ে সতর্ক করলেন বিশ্লেষকরা

যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা

আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে