যে কোনো সংস্করণের ক্রিকেটে সেঞ্চুরি বাড়তি প্রেরণা দিয়ে থাকে ক্রিকেটারদের। তবে সেই ম্যাজিক ফিগার পেতে খুব কাছে গিয়ে যখন ছুয়ে দেখতে পারেন না তখন আফসোসের সীমা থাকে না। ২ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হলো মাহফিজুল ইসলাম রবিনকে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বৃহস্পতিবার ছিল রেলিগেশান ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন এবং পারটেক্স ইউনিয়ন। ব্রাদার্স এদিন ১১৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে পারটেক্সের বিপক্ষে।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯৪ রান করে ব্রাদার্স। দলের হয়ে শুরুটা বেশ ভালো করেছিলেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন এবং মাইশুকুর রহমান। তবে ব্যক্তিগত ৫০ রান করে মাইশুকুর বিদায় নিলেও বড় রানের দিকে এগোতে থাকেন রবিন। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি বঞ্চিত হন রবিন, ব্যক্তিগত ৯৮ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই ওপেনার। এরপর দলের হাল ধরেন মিজানুর রহমান (৪২) এবং আইচ মোল্লা (৪৮)।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পারটেক্স। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ওপেনার আদিল কিছুটা লড়াই করে গেছেন। শেষ দিকে আহরার আমিন পিয়ান করেন ৩৩ রান। এরপর আদিল ফিরে যান ৮৫ রান করে। ব্রাদার্সের হয়ে ৩টি করে উইকেট সংগ্রহ করেন অলোক কপালি এবং রাকিবুল আতিক।
আমার বার্তা/এল/এমই