ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে আজ তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয় পেয়েছে আবাহনী। অন্যদিকে, এনামুল হক বিজয়ের ১৪৯ রানের অনবদ্য ইনিংসে গাজী গ্রুপের কাছে হেরেছে তামিম ইকবালের মোহামেডান। দিনের আরেক ম্যাচে ধানমণ্ডি ক্রিকেট ক্লাবকে হারিয়েছে প্রাইম ব্যাংক।
বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ। ১৪৩ বলে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়।
এ ছাড়া ওপেনার সাদিকুর সংগ্রহ করেছেন ৬০ রান। সাদিকুর এবং বিজয়ের জুটি টিকেছিল ১৪১ রান পর্যন্ত। পরে শেষ দিকে তোফায়েল আহমেদের ২৯ বলে ৬৩ রানের ইনিংসে তিনশো ছাড়ায় দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান থেমেছে ২৭১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে। এ ছাড়া তামিম ইকবাল ৩৪ বল খেলে করেছেন ৪৮ রান।
বিকেএসপির আরেক মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ সংগ্রহ করে ২৯২ রান। সাইফ হাসানের ৬৭ এবং মাহমুদুল জয়ের ৫৮ রানে ভর করে ৩০০ এর কাছাকাছি গিয়েছে তারা। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে আবাহনী।
মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানে ভর করে সহজ জয় পায় দলটি। এ ছাড়া জিসান আলম করেন ৪৩ রান। রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট পান শরিফুল ইসলাম এবং শেখ মেহেদী হাসান।
দিনের অন্য ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংক সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৩০৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জাকির হাসান। এ ছাড়া শামীম পাটোয়ারী ৬২, ইরফান শুক্কুর করেন ৫৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। ফজলে মাহমুদ রাব্বির ৭৯ ছাড়া বড় রান করতে পারেননি কেউ। ইয়াসির রাব্বি করেন ৪৬ রান। শেষ পর্যন্ত আরাফাত সানী, হাসান মাহমুদের বোলিং তোপে ২৫৩ রানেই গুটিয়ে যায় ধানমন্ডির ইনিংস। ফলে ৫৫ রানের জয় পায় প্রাইম ব্যাংক। দলের হয়ে ৩ উইকেট নেন আরাফাত সানী ও হাসান মাহমুদ।
আমার বার্তা/এমই