ই-পেপার রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩২

গোল-অ্যাসিস্টে হালান্ড আর গোল হজমে ম্যানসিটির রেকর্ড

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৫, ১০:৩২

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকার লড়াই প্রাণপণে চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের জন্য সেটি অর্জন করাও কঠিন হয়ে উঠেছে। বিপর্যয়ের এই সময়ে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সিটি। একইসঙ্গে পেপ গার্দিওলার অধীন সিটিও এক মৌসুমে সর্বোচ্চ গোল হজমের রেকর্ড গড়ে ফেলল। তবে আর্লিং হালান্ডের ব্যক্তিগত রেকর্ডটি সুখকর, প্রিমিয়ার লিগে একমাত্র ফুটবলার হিসেবে দ্রুততম সময়ে তিনি ১০০টি গোলে অবদান রেখেছেন।

ঘরের মাঠ ইতিহাদে গতকাল (শনিবার) রাতে ব্রাইটনকে আতিথ্য দিতে নামে ম্যানসিটি। যদিও তাদের সঙ্গে প্রায় সমান তালেই লড়েছে সফরকারীরা। আক্রমণের জবাবে উপহার দিচ্ছিল প্রতি-আক্রমণ। সিটিকে প্রথমে এগিয়ে দেন হালান্ড, এরপর পিছিয়ে পড়ার পর আবারও লিডে ফেরান ওমর মারমুশ। তবে দ্বিতীয়ার্ধে আব্দুকোদির ‍খুশানভের আত্মঘাতী গোলে সিটি জয়বঞ্চিত থেকে যায়।

এর আগে প্রিমিয়ার লিগে কখনোই ব্রাইটনের কাছে হোম ম্যাচে হারেনি সিটি। এমনকি আগের ১০ ম্যাচেই তারা টানা জিতেছিল। এ ছাড়া প্রিমিয়ার লিগের ইতিহাসে নির্দিষ্ট দলের (ব্রাইটন) বিপক্ষে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডটিও ধরে রাখে ইতিহাদের দলটি। কালকের ম্যাচে সেই সংখ্যাটিকে ১৫–তে নিয়ে গেছে সিটি। অন্যদিকে, ব্রাইটন আগের চার ম্যাচে টানা জিতে ছিল বেশ উজ্জীবিত। ২০১৭ সালের পর তারা এই প্রথম টানা এত জয় দেখল। তবে সিটির বিপক্ষে সেই জয়রথ থেমেছে, যদিও থেকেছে অপরাজেয়।

এদিন ম্যাচের মাত্র একাদশ মিনিটেই লিড নেয় সিটি। পেনাল্টিতে সফল স্পট কিক নেন হালান্ড। যা নরওয়েজিয়ান তারকার প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলে অবদানের (গোল এবং অ্যাসিস্ট) রেকর্ড। সিটির জার্সিতে তিনি ৯৪ ম্যাচে ৮৪ গোল ও ১৬টি অ্যাসিস্ট করেছেন। এর আগে ১০০ ম্যাচে শততম গোল (৭৯) ও অ্যাসিস্টের (২১) রেকর্ড ছিল অ্যালান শিয়েরারের। তাকে ছাড়িয়ে এখন সবার শীর্ষে হালান্ড।

এদিকে গোল খেয়ে ব্রাইটন আর আগ্রাসী হয়ে ওঠে। ২১ মিনিটেই তারা সমতায় ফেরে পেরভিস ইস্তুপিনিয়ানের গোলে। বিরতির মিনিট ছয়েক আগে ওমর মারমুশের গোলে আবারও লিড নেয় সিটি। তবে সেটি বিরতির পর টিকে মাত্র ৩ মিনিট। মূলত ডিফেন্ডার আব্দুকোদির খুসানভ আত্মঘাতী গোল করে ব্রাইটনকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। যা প্রিমিয়ার লিগের চলতি আসরে সিটি ৪০তম গোল হজম। গার্দিওলার অধীনে যা লিগে এক মৌসুমে সর্বোচ্চ। এরপর উভয় দলই লিড নেওয়ার মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর কারও গোল হয়নি।

ড্রয়ের পর ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের সিটির অবস্থান পাঁচে। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে ব্রাইটন। ৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এরপর যথাক্রমে অবস্থান আর্সেনাল (৫৫), নটিংহ্যাম ফরেস্ট (৫৪) ও চেলসির (৪৯)।

আমার বার্তা/জেএইচ

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের জয়, জিতেছেন তামিম-সোহানরাও

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষদিনে আজ (রোববার) তিনটি ম্যাচ হয়েছে। বিকেএসপির তিন নম্বর

ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে যা জানাল সালাউদ্দিন

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে একটি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটির আসন্ন আসরে বাংলাদেশের

বাংলাদেশ ফুটবলের নতুন অ্যাওয়ে জার্সি ও দাম প্রকাশ

বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক মাঝেমধ্যে থাকলেও, কখনও আনুষ্ঠানিক কিট স্পন্সর ছিল না। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

আইসিসির সর্বশেষ তিন বৈশ্বিক ইভেন্টের সবকটিতেই হতাশা নিয়ে ফিরেছিল পাকিস্তান। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর ১২৩টি ব্যাংক হিসাব জব্দ

জয়পুরহাটে কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিকায়ন করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার সময়ে ধর্ষণের কোনো বিচার হয়নি: আফরোজা আব্বাস

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে স্বামীকে ছাড়িয়ে আনব: সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের জয়, জিতেছেন তামিম-সোহানরাও

মার্চের ১৫ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার কো‌টি টাকা

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করলো সেনাবাহিনী

বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতারণা এড়াতে অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের

চুয়াডাঙ্গার সদর হাসপাতালে তীব্র জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

স্ত্রী-সন্তান-জামাতাসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাণ গোপালের মেয়ে অবরুদ্ধ

ঠিকাদারি কাজে শেখ সেলিমের হাজার কোটির কমিশন বাণিজ্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

রিমার্কের নেতৃত্বে স্কিন কেয়ার মার্কেটে প্রবেশ করলো বাংলাদেশ