পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা, বাজার নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক - মিজান সাইফ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমীনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, পিরোজপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. ইশরাক রহমান।
আরও বক্তব্য রাখেন পিরোজপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী এবং ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায়-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন ।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বাজার মনিটরিং ও জনগণের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই