চট্টগ্রাম নগরী দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমীর নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে বৃহস্পতিবারের নির্ধারিত ওয়াম আপ ফুটবল ম্যাচে জুনিয়র টিমের স্টাইগার কান্ত দাশের দূর পাল্লার শটে সিনিয়র টিম (অনুর্ধ্ব ১৫-১৬) কে হারিয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত এই ওয়াম আপ ফুটবল ম্যাচে অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে জুনিয়র টিম (অনুর্ধ্ব১৩) নীল দল ৩-২ গোলে জিতেছে।একাডেমীর সিনিয়র টিমের বিরুদ্ধে দূরান্ত ফুটবল খেলে জয়ী দলের অধিনায়ক মোঃ শামীম সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করে।
শান্তনা পুরস্কার মেডেল লাভ করে আরিফ। গোলদাতা জয়ী দলের অধিনায়ক শামীম, শাহাদাত ও কান্ত দাস এবং পরাজিত দলের ইশরাক, আরিফ। নির্ধারিত ৭০ মিনিটের খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ মামুন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন, অভিভাবক সদস্য মোহাম্মদ খোরশেদ আলম,সদস্য মোহাম্মদ আঃ নূর ।
ম্যাচ পরিচালনা করেন টিম ম্যানেজার ও পরিচালক,ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। শুক্রবার প্রাকটিস সেশন বন্ধ থাকবে, শনিবার বিকেল থেকে যথারীতি একাডেমীর কর্মসূচি চলবে।