মসজিদুল হারামে ইবাদত পালনকারীদের প্রবেশের অন্যতম একটি দরজা কিং আব্দুল আজিজ গেট। গেটটি এবার ২০২৫ সালের (১৪৪৬ হিজরি) রমজানে উন্মুক্ত করা হবে।
ইতোমধ্যে গেটটি প্রায় পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। রমজান মাসের শুরুতেই গেটটি ইবাদত পালনকারীদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে।
গেটটি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা কিং আব্দুল আজিজের নাম অনুসারে রাখা হয়েছে। এটি মসজিদুল হারামে দশনার্থী ও ইবাদতপালনকারীদের সুবিধার জন্য নেওয়া চলমান সম্প্রসারণ প্রকল্পের অংশ।
বাদশাহ আব্দুল আজিজ গেটটি মসজিদুল হারামে প্রবেশের প্রধান পয়েন্টগুলোর একটি। গেটটি অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এবং ভিড় কমাতে উন্নত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
এর উদ্বোধনের ফলে যাতায়াতের পথে ভিড় কমবে এবং রমজান মাসে প্রত্যাশিত লক্ষাধিক ইবাদতকারীর মসজিদুল হারামে প্রবেশ ও বের হওয়ার কাজ সহজ করবে।
২০২৫ সালের রমজানের শুরুতে বাদশাহ আব্দুল আজিজ গেটটি খোলা হবে ইবাদত পালনকারীদের জন্য।
আমার বার্তা/এমই