রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিশেষ দোয়া মাহফিল করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
কানাডার ক্যালগেরির বাইতুল মুকাররাম ইসলামিক সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেনসহ ক্যালগেরির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে নিহত ও আহতদের স্মরণে নীরবতা পালন করেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা।
এছাড়া এক বিবৃতিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি জানিয়েছে, ‘বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া মাহফিলের মাধ্যমে আমরা প্রবাসে থেকেও আমাদের দেশের মানুষের এই দুঃখ-দুর্দশার দিনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।’
আমার বার্তা/এল/এমই