দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে রবিউল ইসলাম রনি (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনি মারা যান।
নিহতের ভাইয়ের জামাতা তানভীর হোসেন জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন রবিউল ইসলাম রনি। এসময় ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে ড্রাইভিং সিটেই তিনি নিহত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। বৃহস্পতিবার (৮ মে) রনির মরদেহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন নিহত রনির ভাইয়ের জামাতা তানভীর হোসেন আদনান। এদিকে রনির মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমন কোনো খবর এখনো পাইনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে।
আমার বার্তা/জেএইচ