স্কুলগামী মেয়েদের যাতায়াতের পথে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করায় এক পিতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল বখাটে। আহত মিজানুর রহমান (৫৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলার জজিরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সাবেক জনপ্রতিনিধি মো. মিজানুর রহমান কিছুদিন ধরে এলাকার বখাটেদের স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক ৯টার দিকে বেল্লালের ছেলে মারুফ, ডলারের ছেলে সিয়ামসহ কয়েকজন বখাটে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা, হাত ও পায়ে অতর্কিতভাবে আঘাত করে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা এলাকায় সন্ত্রাসী ও বখাটে হিসেবে পরিচিত।
মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এলাকাবাসী জানিয়েছে।
আমার বার্তা/এমই