ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হোক। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করে পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন হওয়া জরুরি, যদিও সিইসি জানিয়েছেন এটি কমিশনের বিষয় নয়, সরকারের সিদ্ধান্তে হয়।’
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে নির্বাচন কমিশনকে ভোট থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। তার ভাষায়: গ্রহণযোগ্য নির্বাচন না হলে বিগত কমিশনের মতো হাতকড়া পরতে হবে।
ইসলামী আন্দোলনের এ নেতা আরও বলেন, দুর্নীতিবাজ ও দখলদারদের নির্বাচন থেকে দূরে রাখতে হবে। প্রহসনের বা একতরফা নির্বাচন মেনে নেয়া হবে না।
জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষ হওয়ার আগেই প্রধান উপদেষ্টার ভোটের সময় ঘোষণা প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য গড়ে ওঠেনি, অথচ ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে–এটি গ্রহণযোগ্য নয়।’
বৈঠকে ইসলামী আন্দোলনের চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এবং নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানায়।
আমার বার্তা/এল/এমই