জামায়াত আমির ডা. শফিকুর রহমান এখন তিনি কোনো দলের মধ্যে সীমাবদ্ধ নন তার ওপর পুরো দেশের মানুষের আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১২ আগস্ট) জামায়াত আমির হাসপাতাল থেকে বাসায় ফেরা উপলক্ষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াত আমিরের সফল অপারেশনের ১০ দিন পর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশেই অপারেশন করাতে চান।
নায়েবে আমির আরও বলেন, দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন, এরপর তিন সপ্তাহ পরে জনসমক্ষে সক্রিয় হবেন।
তাহের বলেন, ডা. শফিকুর রহমান আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন, দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত ২ আগস্ট জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন।
আমার বার্তা/এল/এমই