নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নাজিরপুর ইউনিয়ন যুবদলের দুইজন নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়াও অন্য দুই ব্যক্তিকে বিএনপির সঙ্গে সম্পর্ক নেই বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ও সদস্য সচিব সোলাইমান হকের উপস্থিতিতে জরুরি আহ্বান করা হয়। সভায় সব কিছু বিভিন্ন বিষয়ে আলোচনা করে সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- নাজিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য মো. রিপন মিয়া ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
অন্যদিকে বিএনপির সঙ্গে কোনোরকম সম্পৃক্ত না থাকার বিষয়ে সতর্ক করা দুই ব্যক্তি হলেন নাজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া ও মো. বিপুল মিয়া। বিএনপির নাম ভাঙিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা এ মাদকের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওই দুই ব্যক্তিকে সতর্ক করার পাশাপাশি দলে এমন ব্যক্তিদের সঙ্গে কারোর সম্পর্ক না রাখারও নির্দেশনা দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, ওই দুই ব্যক্তি সংগঠনের কোনো পর্যায়ের সদস্য বা কর্মী নন।
তাদের মাদক ও চোরাই ব্যবসার দায়ভার বিএনপির ও এর কোনো অঙ্গ সংগঠন বহন করবে না। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।
আমার বার্তা/এল/এমই