বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের একত্রিত হয়ে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি জানান, "আগামী ৭ তারিখ রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা স্থায়ী কমিটির সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিদায় জানানো ছাড়াও আমরা তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।"
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল আরও বলেন, "আমরা সবাই আশা করছি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যেন তাঁর এই যাত্রা সফল হয় এবং তিনি শিগগিরই আবার আমাদের মাঝে উপস্থিত হতে পারেন।"
বৈঠকে বেগম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের একতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্র রক্ষায় সক্রিয় থাকো।" তিনি নেতা-কর্মীদের দেশবাসীর পাশে থাকার এবং তাদের দাবি-দাওয়ার পক্ষে সর্বদা কাজ করার নির্দেশ দেন।
আমার বার্তা/এমই