‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানে পিরোজপুর ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রস্তুতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন মুহাম্মদ আলীর নেতৃত্বে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এসময় বর্ণাঢ্য র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মুহাম্মাদ আলী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা লায়লা মিথুন, শিক্ষা অফিসার আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা শিমুল বড়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আইসিটি অফিসার চন্দন রায় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বর্জ্য-শূন্যতার প্রচার, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, শীতকালীন ক্রীড়া, ফুটবল ও কাবাডি টুর্নামেন্টসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।