বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
পুলিশের ১২ ডিআইজিকে বদলি :
একই পদে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, সারদা পুলিশ একাডেমি ডিআইজি ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে, একই পদে থাকা মো. মাহবুবুর রহমান ভূইয়াকে খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. আবুল খায়ের ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, রেলওয়ে পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে এসএমপি(সিলেট) কমিশনার হিসেবে, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে বর্তমানে ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী হিসেবে বদলির আদেশ বাতিল, এসবির ডিআইজি শামীমা বেগমকে সারদা পুলিশ একাডেমির ডিআইজি হিসেবে, পিবিআইয়ের ডিআইজি মো. সায়েদুর রহমান কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আবুল কালাম আজাদকে পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার হলেন:
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনার পুলিশ সুপার, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার আসাদুজ্জামানকে বাগেরহাট, পুলিশ অধিদপ্তরের মো. মেনহাজুল আলমকে নরসিংদীর পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নড়াইলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়ন করা কর্মকর্তারা তাদের দায়িত্বপ্রাপ্ত নতুন কর্মস্থলে যোগদানের সঙ্গে সঙ্গে এ আদেশ কার্যকর হবে।
আমার বার্তা/এমই