মব ভাইয়োলেন্স বন্ধে জনগন সরব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভাইয়োলেন্স কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। জনগনই এখন মন ভাইয়োলেন্স বন্ধ করবে। যারা এ ঘটনার সাথে জড়িত হবে তাদের আইনের আওতায় আনা হবে। তবে আইন কারো হাতে তুলে নেয়ার অধিকার নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মাদক কক্সবাজার উপরদিয়ে আসে। তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া তিনি মাদকের গডফাদারদের ধরার নির্দেশ দেন।
এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল হাফিজ উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি. শরনার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার,জেলা প্রশাসন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কক্সবাজার পৌঁছে বিজয় স্মরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে জুলাই স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদেরকে শুধু তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
আমার বার্তা/এমই