ই-পেপার বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে: অধ্যাপক আলী রিয়াজ

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৫, ১৮:৪৬
আপডেট  : ১২ জুলাই ২০২৫, ১৮:৫০
আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আলী রীয়াজ/ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনকে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র হিসেবে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, ‘ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে।’

আলী রীয়াজ আরও বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা, জবাবদিহিমূলক ব্যবস্থা। আমাদের আকাঙ্ক্ষা, এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে থাকবে, তাঁকে (ব্যক্তিকে) নিয়ন্ত্রণ করবে। আমরা চাই, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে।’ সে লক্ষ্য নিয়েই কাজ হচ্ছে বলে জানান তিনি।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

‘ছাত্র শ্রমিক জনতার গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এ সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ নামের একটি সংগঠন।

আলোচনা সভায় অংশ নিয়ে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিত্ব করে এখানে কথা বলছি না। বক্তব্যগুলো আমার, দায়িত্বও আমার।’

আলী রীয়াজ বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলছি। এই লড়াই গত বছরের জুলাই থেকে শুধু নয়; গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ বলেছে, “গণতান্ত্রিক অধিকার চাই।” দেশের মানুষ কেবল গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন মোকাবিলা করেছে, তা নয়। বাংলাদেশে একসময় একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে মানুষ লড়াইয়ের চেষ্টা করেছে।’

অধ্যাপক রীয়াজ মনে করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন, এমন সব প্রতিষ্ঠান তৈরি করা, যা ব্যক্তির ঊর্ধ্বে উঠে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে জাতিকে নেতৃত্ব দেবে।

এ প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আপনি পার্লামেন্ট তৈরি করবেন এ কারণে নয় যে ব্যক্তির বন্দনা হবে। আপনি পার্লামেন্ট এ কারণে তৈরি করবেন না যে নির্বাহী বিভাগের সব অত্যাচার–নিপীড়নকে রাবার স্ট্যাম্প দেবেন। আপনাকে তৈরি করতে হবে সেই পার্লামেন্ট, যেখানে শুধু ক্ষমতাসীনদের আধিপত্য থাকবে না।’

নির্বাহী বিভাগের ক্ষমতা নিরূপণ করা আইনসভার কাজ। আইনসভা থেকেই নির্বাহী বিভাগ তৈরি হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে (সংসদীয় ব্যবস্থায়)। নির্বাহী বিভাগের ক্ষমতাকে আপনি যতক্ষণ পর্যন্ত না নজরদারির মধ্যে রাখতে পারবেন (ততক্ষণ গণন্ত্রের বিকাশ হবে না) এবং সেটা করবে কে, জনপ্রতিনিধিরা করবেন’, বলেন আলী রীয়াজ। তিনি বলেন, ‘আপনার আমার ভোটে যিনি নির্বাচিত হবেন, তিনি নির্বাহী বিভাগ নিযন্ত্রণ করবেন এটাই স্বাভাবিক, সেই প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। তা না হলে গণন্ত্রের বিকাশ হবে না।’

আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, যতটুকু বিষয়ে ঐকমত্য হয়েছে, তা যথেষ্ট। বাকিটা জনগণের ওপর ছেড়ে দিন। তিনি বলেন, ‘সরকারের প্রথম দায়িত্ব ছিল, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, কিন্তু সরকার তা না করে আরও বিভক্তি তৈরি করেছে।’

সরকার কার্যকরভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে পারেনি বলে আলোচনা সভায় মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পুরান ঢাকার এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা বিষয়ে তিনি বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ আর পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে হত্যার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এই ঘটনা আওয়ামী জাহেলিয়াতকে মনে করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আর যা–ই করেন, আমাদের কর্মকাণ্ড যেন আওয়ামী জাহেলিয়াতকে অতিক্রম করে না যায়। যদি যায়, তাহলে আমরা বারবার রক্ত দেব, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হবে না।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, আহত জুলাই যোদ্ধা ফায়েজুর রহমান মনির, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়কারী মাসুদ রানা ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতাহারী প্রমুখ।

আমার বার্তা/এমই

সরাসরি ভোটে ৭ শতাংশ আসনে নারী প্রার্থী রাখার প্রস্তাব কমিশনের

বিদ্যমান সংরক্ষিত ৫০ নারী আসন বহাল এবং সরাসরি ভোটে ৭ শতাংশ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে

গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে কমানোর সুপারিশ

ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে সংসদীয় একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা এগোচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ জন

জলবায়ু সহনশীল অবকাঠামো ছাড়া নগর উন্নয়ন অসম্পূর্ণ

কক্সবাজারে ব্যবসায়ীর ‘রহস্যজনক মৃত্যু’

সরাসরি ভোটে ৭ শতাংশ আসনে নারী প্রার্থী রাখার প্রস্তাব কমিশনের

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

এস আলম গ্রুপের মালিকসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

সংবাদ লেখার ক্ষেত্রে বস্তনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

পলাতক শিক্ষকদের তথ্য চাইল রাজশাহী অঞ্চলের শিক্ষা দপ্তর

নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে: মঈন খান

গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে কমানোর সুপারিশ

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা এগোচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে

মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেলেন ১ জন, ৩ জন আশঙ্কাজনক

অকার্যকর নীতি ও আইন পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার

দেশের চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি: প্রধান উপদেষ্টা

এনডিএফ’র ডেন্টাল বিভাগের নতুন কমিটি গঠন

৯৫০ কোটি টাকা আত্মসাৎ : নাবিল গ্রুপের মালিকসহ ৩০ আসামি

অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে: পার্থ