বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জাপান। জানা গেছে মে মাসে প্রধান উপদেষ্টার জাপান সফরে বিষয়টি নিয়ে মূল আলোচনা হতে পারে । পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া আসন্ন বাংলাদেশ-জাপান ষষ্ঠ এফওসি বৈঠকে এ বিষয়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার বার্তাকে বলেন, আগামী ১৫ মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার ষষ্ঠ এফওসি বৈঠক। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে । সেখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। আর জাপানের পক্ষ থেকে দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকিশি উপস্থিত থাকবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রধান উপদেষ্টার ২৯-৩১ মে জাপান সফর করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে তিনি টোকিওতে দুদিন এবং ওসাকায় এক দিন অবস্থান করতে পারেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তবে বাংলাদেশ অস্ত্র কিনবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। সূত্র জানায়, দ্বিপক্ষীয় আলোচনায় সবাই তাদের নিজ নিজ এজেন্ডা তুলে ধরে। অস্ত্র বিক্রির বিষয়টি সময়সাপেক্ষ এবং উচ্চপর্যায়ের রাজনৈতিক আলোচনা ছাড়া তা এগোবে না।
আমার বার্তা/এমই